Bollywood Drug Case: মাদক-কাণ্ডে পুলিশের খাতায় ৫ নম্বরে নাম শক্তি কাপুরের ছেলের; মিলেছে দুটি নিষিদ্ধ প্যাকেট

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jun 14, 2022 | 3:07 PM

Bollywood Drug Case: মাদক-কাণ্ডে জড়িত শক্তি কাপুরের পুত্র জামিনে মুক্ত।

Bollywood Drug Case: মাদক-কাণ্ডে পুলিশের খাতায় ৫ নম্বরে নাম শক্তি কাপুরের ছেলের; মিলেছে দুটি নিষিদ্ধ প্যাকেট
শ্রদ্ধা ও শক্তি কাপুরের সঙ্গে সিদ্ধান্ত কাপুর।

Follow Us

রবিবার রাতে বেঙ্গালুরুর একটি রেভ পার্টিতে হানা দেয় পুলিশ। সেই পার্টি থেকে আটক হন শক্তি কাপুরের পুত্র-শ্রদ্ধা কাপুরের দাদা সিদ্ধান্ত কাপুর। পরীক্ষায় তারকা সন্তানের শরীরে নাকি পাওয়া গিয়েছে মাদক। ৬ জনকে আটক করেছে পুলিশ। ৫ নম্বরে আছে সিদ্ধান্তের নাম। পুলিশ জানিয়েছে, খোঁজ খবর নিয়েই রেভ পার্টিতে গিয়েছিল পুলিশ। ডাস্টবিনে নাকি তারা প্যাকেটও পেয়েছে। একটিতে নাকি গাঁজা ছিল। অন্যটিতে ছিল রাসায়নিক গুঁড়ো। সেই দুটি প্যাকেট পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই ব্যাপারে জামিনে ছাড়ানো হয়েছে সিদ্ধান্ত ও ৪ অভিযুক্তকে। প্রয়োজনে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ফের তাদের তলব করতে পারে বলে জানা গিয়েছে।

বেঙ্গালুরুর পাঁচ তারা হোটেলে আচমকাই হানা দিয়েছিল ২৫জন টিমের পুলিশবাহিনী। ৩৫জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল। ড্রাগ পরীক্ষা করা হয় তাদের। ৬জনের পরীক্ষার ফলাফল ইতিবাচক আসে। সেই তালিকায় ছিল সিদ্ধান্তের নাম।

ছেলের এই ঘটনার কথা মানতে নারাজ বাবা শক্তি কাপুর। সোমবারই (১৩.০৬.২০২২) তিনি নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন। বলেছিলেন, “এটা হতে পারে না। অসম্ভব! আমি কিছুই জানি না। ঘুম থেকে উঠে জানতে পারি বিষয়টা। আমার ফোন বেজে যাচ্ছিল ক্রমাগত। ওকে কিন্তু গ্রেফতার করা হয়নি। আটক করা হয়েছে। বলা হচ্ছে আমার ছেলে নাকি মাদক সেবন করেছে। আমার মনে হয় না ওঁর কাছে মাদকদ্রব্য ছিল। অনেক ভুলভাল খবর বেরিয়েছে এই অল্প সময়ে। সেটা আমাদের আরও বেশি বিচলিত করে দিচ্ছে।”

সিদ্ধান্তের বয়স এখন ৩৭। একটি পার্টিতে ডিজে হিসেবে এসেছিলেন তিনি। অভিনয়ও করেন। সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন। ‘শুট আউট অ্যাট ওয়াডালা’, ‘হাসিনা পার্কার’, ‘জজ়বা’র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০২০ সালের ১৪ জুন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় ফেঁসেছিলেন তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তী। তখন শক্তি কাপুরের কন্যা শ্রদ্ধা কাপুরকে জিজ্ঞাসাবাদ করেছিল নার্কোটিক্স কনট্রোল ব্যুরো (NCB)।

মাদক-কাণ্ডে জড়িত শক্তি কাপুরের পুত্র জামিনে মুক্ত।

Next Article