বাবা-মায়ের বিচ্ছেদে খুশি হয়েছিলেন শ্রুতি হাসান!

বাবা-মায়ের বিচ্ছেদে নাকি দুঃখ পাননি শ্রুতি। বরং খুশি হয়েছিলেন। কারণ তিনি মনে করেন, দু’জন মানুষ যে কোনও কারণে একসঙ্গে থাকতে না পারলে, তাঁদের একসঙ্গে থাকতে বাধ্য করাটা ঠিক নয়।

বাবা-মায়ের বিচ্ছেদে খুশি হয়েছিলেন শ্রুতি হাসান!
শ্রুতি হাসান (বাঁদিকে), কমল হাসান এবং সারিকা (ডানদিকে)।
Follow Us:
| Updated on: May 24, 2021 | 4:21 PM

১৯৮৮-তে বিয়ে করেন অভিনেতা জুটি কমল হাসান এবং সারিকা। দীর্ঘ দাম্পত্যের পর ২০০৪-এ দাম্পত্য বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। দম্পতির কন্যা শ্রুতি হাসানও (Shruti Haasan) বাবা-মায়ের মতো অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। বাবা-মায়ের দাম্পত্য বিচ্ছেদের সময় তাঁর কিশোরী বেলা। বোন অক্ষরা হাসান তখন আরও ছোট। এতদিন পর সেই বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শ্রুতি।

বাবা-মায়ের বিচ্ছেদে নাকি দুঃখ পাননি শ্রুতি। বরং খুশি হয়েছিলেন। কারণ তিনি মনে করেন, দু’জন মানুষ যে কোনও কারণে একসঙ্গে থাকতে না পারলে, তাঁদের একসঙ্গে থাকতে বাধ্য করাটা ঠিক নয়। তিনি আরও জানান, বাবার বেশি ঘনিষ্ঠ তিনি। তবে তাঁর জীবনে মায়ের ভূমিকাও অপরিসীম।

সদ্য এক সাক্ষাৎকারে শ্রুতি বলেন, “ওরা যে নিজেদের মত করে জীবন বেছে নিয়েছে, তাতে আমি খুশি। ওদের বিচ্ছেদে আমি খুশি হয়েছিলাম। কারণ দু’জন মানুষ একসঙ্গে না থাকার কিছু কারণ তো থাকেই। ফলে তাঁদের জোর করা ঠিক নয়। ওরা বাবা-মা হিসেবে অসাধারণ। যদিও আমি বাবার বেশি কাছের। তবে মাও আমার পাশে সব সময় রয়েছে।”

শ্রুতি আরও জানান, একসঙ্গে থেকে কমল এবং সারিকা তাঁদের যা করতে পারেননি, আলাদা হওয়ার পর নিজের মতো করে থাকতে শুরু করার পর তাঁদের দুই বোনের জন্য তা করতে পেরেছেন। বিচ্ছেদের পর বাবা-মা খুশি, এতেই ভাল লেগেছে শ্রুতির। ব্যক্তিগত জীবন হোক বা পেশাদারি সমস্যা, প্রয়োজনে বাবা-মা সব সময় তাঁর পাশে রয়েছেন বলে জানালেন অভিনেত্রী।

আরও পড়ুন, অনুষ্কার আগে কোন অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন বিরাট?