AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sara-Shubman: সারা আলি খানের সঙ্গেই সম্পর্কে শুভমন! বন্ধুর পোস্টেই মিলে গেল সব হিসেব

Shubman Gill and Sara Ali Khan: প্রসঙ্গত, কিছুদিন আগেই সারা আলি খান ও শুভমন গিলের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। এক রেস্তরাঁয় বসে দুজনে খাচ্ছিলেন।

Sara-Shubman: সারা আলি খানের সঙ্গেই সম্পর্কে শুভমন! বন্ধুর পোস্টেই মিলে গেল সব হিসেব
বন্ধুর পোস্টেই মিলে গেল সব হিসেব
| Edited By: | Updated on: Sep 09, 2022 | 9:27 AM
Share

আভাস আগেই পাওয়া গিয়েছিল, এবার যেন গুঞ্জনই হয়ে গেল কার্যত সত্য। সারা তেন্ডুলকরের সঙ্গে ‘বিচ্ছেদ’-এর পর সারা আলি খানের সঙ্গেই সম্পর্কে ভারতীয় ক্রিকেট টিমের ডান হাতি ব্যাটার শুভমন গিল, তা যেন চুপিসারে বলেই গেলেন শুভমনের বন্ধু। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ছিল শুভমন গিলের জন্মদিন। জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন বন্ধু খুশপ্রীত সিং অওলাখ। আর এই পোস্টেই বন্ধু যা লিখলেন তা নেটিজেনদের নজর এড়াল না।

বন্ধু লিখেছেন, “শুভ জন্মদিন। সবচেয়ে বিরক্তিকর আর গুগলে স্নাতক বেবি। সত্যি কথা বলতে তুমি না থাকলে আমার জীবন যে কী হট তা আমি জানি না। ভগবান তোমার মঙ্গল করুক। অনেক অনেক সাফল্য আর অনেক ভালবাসা পাও সকলের থেকে।” হিন্দিতে অনেকের তর্জমা করলে দাঁড়ায় ‘সারা’। পোস্টে বন্ধু হিন্দিতেই লেখেন, ‘বহত সারা প্যায়ার ফ্রম এভরিওয়ান’। এত অবধি ঠিকই ছিল, কিন্তু শুভমনের ওই বন্ধুটি ‘সারা’ শব্দটি লিখেছেন বড় হাতের অক্ষরে। আর তাতেই হিসেব মিলিয়েছেন নেটিজেনরা। তাঁদের প্রশ্ন, সব কিছু ছোট হাতে অক্ষরে লিখলেও ওই বিশেষ শব্দটিতে জোর দিয়ে কি কিছু ইঙ্গিত করতে চাইলেন কাছের বন্ধু? সারা যে শুভমনের জীবনে এখন অত্যন্ত দামি, সে কথাই কি বলে দিলেন চুপিসারে?

প্রসঙ্গত, কিছুদিন আগেই সারা আলি খান ও শুভমন গিলের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। এক রেস্তরাঁয় বসে দুজনে খাচ্ছিলেন। কোনও এক ভক্ত তা চুপিসারেই ভাইরাল করে দেয় নেটমাধ্যমে। আর এর পরেই গুঞ্জন হয়ে ওঠে তীব্র। এবার কাছের বন্ধুর এ হেন পোস্টে সেই গুঞ্জনেই যেন পড়ল ঘি। আর সেই সঙ্গে প্রেমের আগুন আরও এক জ্বলে উঠল সোশ্যাল মিডিয়া জুড়েই। শোনা যায়, এর আগে সারা তেন্ডুলকরের সঙ্গে নাকি সম্পর্কে ছিলেন শুভমন। কিন্তু কিছুদিন আগেই দুজনের দুজনকে ইনস্টাগ্রামে আনফলো করার কারণে অনেকেই ঠাওর করেন সম্পর্কে বুঝি তিক্ততা ছড়িয়েছে। তবে শুভমনের জীবন আবারও সারা-ময়। তেন্ডুলকরের বদলে তাঁর ঘনিষ্ঠতা যে বেড়েছে আলি খানের সঙ্গেই সে তো বলে দিচ্ছে ছবি-ভিডিয়োই। নিজেরা যদিও এই সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত একটিও শব্দও খরচ করেননি। বাইশ গজ আর সেলুলয়েড প্রেমের বন্ধনে মিলে মিশে এক হয়ে এসেছে সেই কোন যুগ থেকে– ইতিহাস তার সাক্ষী রয়েছে। আরও একবার কি হতে চলেছে এই মিলন? দুজনের উত্তরের দিকেই তাকিয়ে তাঁদের ভক্তরা।