শাহরুখের সঙ্গে রাত কাটিয়ে কেমন অভিজ্ঞতা? মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা

SRK: শাহরুখের সঙ্গে এক ঘরে সারারাত, সঙ্গে আবার এক দঙ্গল ছেলে।। কেমন অভিজ্ঞতা হয়েছিল? মুখ খুললেন জনপ্রিয় তারকা। কে তিনি? তিনি আর কেউ নন, 'গাল্লি বয়' ছবি খ্যাত সিদ্ধান্ত চতুর্বেদী।

শাহরুখের সঙ্গে রাত কাটিয়ে কেমন অভিজ্ঞতা? মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা
মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 22, 2023 | 5:40 PM

শাহরুখের সঙ্গে এক ঘরে সারারাত, সঙ্গে আবার এক দঙ্গল ছেলে।। কেমন অভিজ্ঞতা হয়েছিল? মুখ খুললেন জনপ্রিয় তারকা। কে তিনি? তিনি আর কেউ নন, ‘গাল্লি বয়’ ছবি খ্যাত সিদ্ধান্ত চতুর্বেদী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিদ্ধান্ত জানান, এক পার্টিতে তাঁর শাহরুখের সঙ্গে সাক্ষাৎ হয়। প্রাথমিক বাক্যালাপের পর শাহরুখ তাঁর বাড়িতে আমন্ত্রণ জানান, সিদ্ধান্তকে। তবে সিদ্ধান্ত একা ছিলেন না সঙ্গে ছিলেন তাঁর একগুচ্ছ বন্ধু। সে কথা শাহরুখকে জানাতেই বিরক্ত হওয়া তো দূর বরং নিজের বাড়িতে তাঁদেরকেও আমন্ত্রণ জানান শাহরুখ। বলেন, “আমিও তো এখনও জওয়ান।” সিদ্ধান্ত জানান ভোর পাঁচটা অবধি চুটিয়ে পার্টি করেছিলেন তাঁরা। শাহরুখের ‘মন্নতে’ শাহরুখের আতিথেয়তায় পার্টি– এই বা কম কীসের?

না, শাহরুখের সঙ্গে এখনও কাঝ করা বাকি আছে সিদ্ধান্তের। তবে তাঁর মতো নতুন একজন অভিনেতার সঙ্গে শাহরুখ যে ব্যবহার করেছিলেন তাতে মুগ্ধ সিদ্ধান্ত। আগামী দিনে কিং খানের সঙ্গে কাজের ইচ্ছে রয়েছে তাঁর। ভাগ্যের শিকে কখন ছেঁড়ে, এখন শুধু সেটাই দেখার। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই মুক্তি পেয়েছে শাহরুখের ছবি ‘ডানকি’/। বক্সঅফিসে ওই ছবি মোটামুটি পারফর্ম করেছে। অ্যাকশন নেই, নেই অতি নাটকীয়তাও। তাই বক্স অফিসে এই ছবি যে সুপারহিট হবে না, সে ধারণা শাহরুখ নিজেও করে নিয়েছেন ইতিমধ্যেই।