AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kiara-Sidharth Marriage: ‘আমায় নিমন্ত্রণ করেনি’, কিয়ারার বিয়ে নিয়ে এ কী মন্তব্য সিদ্ধার্থের? তবে কি পাত্র অন্য কেউ

Bollywood Gossip: এবারও হয়তো বিয়ের খবর ছড়িয়ে পড়ার হাত থেকে বাঁচাতেই এমন মন্তব্য করেন সিদ্ধার্থ... নেটপাড়ার একাংশের মুখে এমন মন্তব্যও বর্তমান। 

Kiara-Sidharth Marriage: 'আমায় নিমন্ত্রণ করেনি', কিয়ারার বিয়ে নিয়ে এ কী মন্তব্য সিদ্ধার্থের? তবে কি পাত্র অন্য কেউ
ব্যস, সেই থেকেই শুরু তাঁদের প্রেমের গল্প। সেই প্রেমই পরিণতি পাচ্ছে খুব তাড়াতাড়ি।
| Edited By: | Updated on: Jan 13, 2023 | 9:06 AM
Share

সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণীর (Kiara Advani) মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ বর্তমানে কোন পর্যায়, তা জানার জন্য মরিয়া বি-টাউন ভক্তরা। কারণ একটাই, কবে বসছেন তাঁরা বিয়ের পিঁড়িতে, সেই প্রশ্নের উত্তরই খুঁজে চলেছে নেটিজ়েনরা। আলিয়া-রণবীর বিয়ের পর বিটাউনের অন্যতম চর্চিত জুটি হলেন সিদ্ধার্থ-কিয়ারা। সম্পর্কের শুরু ‘শেরশাহ’ ছবির সেট থেকে। সেখান থেকেই কাছাকাছি আসা, ঘনিষ্ঠ হওয়া থেকে শুরু করে প্রেমপর্ব গভীর হওয়া। তবে মাধ পথে ঘটে ছন্দপতন। হঠাৎ-ই শোনা যায় এই জুটির চলার পথ আলাদা। কারণ কার্তিক আরিয়ান। ‘ভুল ভুলাইয়া ২’ ছবির শুট করার সময়ই নাকি কাছাকাছি এসেছিলেন তাঁরা। আর তার জেরেই নাকি তাঁদের মধ্যে বাড়তে থাকে দূরত্ব।

প্রকাশ্যেই দেখা যায় কিয়ারাকে এড়িয়ে চলে যান সিদ্ধার্থ মালহোত্রা। তবে গত কয়েকমাসে আবারও একে অন্যের জীবনে ফিরেছেন এই সেলেবদ্বয়। তবে সম্পর্কের গভীরতা কি আদৌ আগের পর্যায় রয়েছে! তার উত্তর না খুঁজে, আগে থেকেই বিয়ের জল্পনায় সরগরম নেটমহল। ফেব্রুয়ারিতেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। সামনে এসেছে বিয়ের দিন থেকে ভেনুর বিস্তারিত তথ্য। তবে কিয়ারার পাত্র কে?

প্রশ্নের উত্তর একটাই, সিদ্ধার্থ মালহোত্রা। তবে সত্যি কি তাই! সম্প্রতি নিজের বিয়ের খবর পড়ে নাকি চমকে যান সিদ্ধার্থ। সদ্য এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, খবরটা চোখে আসার পর তিনি দুবার তা পড়ে দেখেন। ভাবেন, সত্যি কি তাঁর বিয়ে! তাঁকে তো কেউ নিমন্ত্রণই করেনি। তাঁর এই মন্তব্যেই বাড়ছে জল্পনা, তবে কি কিয়ারার পাত্র অন্যকেউ!

না, এই নিয়ে কোনও চর্চাই বি-টাউনের অন্দরমহলে নেই। কারণ এই জুটি যে একে অন্যের সঙ্গে বর্তমানে চুটিয়ে প্রেম করছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে বিয়ের খবর চেপে রাখাটাই বি-টাউনের চিরাচরিত রীতি। তাই এবারও হয়তো বিয়ের খবর ছড়িয়ে পড়ার হাত থেকে বাঁচাতেই এমন মন্তব্য করেন সিদ্ধার্থ… নেটপাড়ার একাংশের মুখে এমন মন্তব্যও বর্তমান।