Sonam Kapoor: অনিল কাপুরের কোলে বায়ু, বাবার জন্মদিনে কী বললেন সোনম?

Anil Kapoor: পোষ্য, ছোটবেলায় সোনম ও রিয়ার সঙ্গে অনিল, বাবার সঙ্গে তাঁদের বড়বেলার ছবিও শেয়ার করেছেন তারকা সন্তান। কিন্তু এ সবের মধ্যে বায়ুর মুখ ঢাকতে ভোলেননি অভিনেতা।

Sonam Kapoor: অনিল কাপুরের কোলে বায়ু, বাবার জন্মদিনে কী বললেন সোনম?
অনিল কাপুর।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2022 | 6:46 PM

১৯৫৬ সালের ২৪ ডিসেম্বর জন্ম হয় অনিল কাপুরের। আজ ২৪ ডিসেম্বর। ৬৬টি বসন্ত পার করলেন এভারগ্রিন অভিনেতা অনিল কাপুর। বাবার জন্মদিনে একটি সুন্দর ছবি পোস্ট করেছেন তাঁর কন্যা এবং অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি মা হয়েছেন সোনম। পুত্র বায়ুর জন্ম দিয়েছেন তিনি। বায়ুকে কোলে নিয়ে ছবি তুলেছিলেন অনিল। সেই ছবিটিই সোনম শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। কেবল তাই নয় – পোষ্য, ছোটবেলায় সোনম ও রিয়ার সঙ্গে অনিল, বাবার সঙ্গে তাঁদের বড়বেলার ছবিও শেয়ার করেছেন তারকা সন্তান। কিন্তু এ সবের মধ্যে বায়ুর মুখ ঢাকতে ভোলেননি অভিনেতা।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে অনিল কাপুর বলেছেন, “পৃথিবীর সেরা বাবাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমাকে আমি ভালবাসি। তুমি সেরা এবং দারুণ। যা কিছু তুমি করো, তা আমাদের জন্যই করো। তোমাকে আমি ভালবাসি ড্যাডি। তোমার কন্যাসন্তান হয়ে আমি গর্বিত।”

দাদু হয়ে আনন্দ পেয়েছেন অনিল কাপুর। মনের আনন্দ থেকে ‘দিল ধড়কনে দো’-র ডায়ালগ বলেন। বলেছেন, ‘আমি বিশ্বের শীর্ষে আছি’ (আই অ্য়াম ইন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড)। বলেছেন, “নিজের নাতিকে রোজ দেখার আনন্দ খুব। আমি জানি সোনম দারুণ মা হবে।”

২০২২ সালের অগস্ট মাসে বায়ুর জন্ম হয়েছে। ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। ২০২২ সালের মার্চ মাসে মা হওয়ার কথা প্রকাশ্যে এনেছিলেন সোনম। সোনম জানিয়েছিলেন, তিনি কেন বিয়ে করেছেন এবং তাঁর মা সুনীতা কাপুর কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাঁর বেড়ে ওঠায়।