সোনুর নামে মাংসের দোকান! জানতে পেরে কী বললেন অভিনেতা?

তেলগু ভাষায় একটি খবরের ভিডিয়ো সোনু টুইটারে শেয়ার করেন। যেখানে বলা হয়েছে, একটি মাংসের দোকানের নামকরণ নাকি তাঁর নামে হয়েছে।

সোনুর নামে মাংসের দোকান! জানতে পেরে কী বললেন অভিনেতা?
সোনু সুদ।

|

May 30, 2021 | 9:32 PM

মডেল তথা অভিনেতা তো ছিলেনই তিনি। করোনা কালে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একটা অন্য ইমেজও তৈরি হয়েছে সোনু সুদের (sonu sood)। কিন্তু তাঁর নামে মাংসের দোকান! এ কি তিনি ভেবেছিলেন?

তেলগু ভাষায় একটি খবরের ভিডিয়ো সোনু টুইটারে শেয়ার করেন। যেখানে বলা হয়েছে, একটি মাংসের দোকানের নামকরণ নাকি তাঁর নামে হয়েছে। এর মজার উত্তর দিয়েছেন অভিনেতা। তিনি লেখেন, ‘আমি নিরামিষ খাই। আর আমার নামে নাকি মাংসের দোকানের নাম? নিরামিষ কোনও দোকান খোলার জন্য কি আমি সাহায্য করতে পারি?’

গত বছর করোনার জেরে লকডাউন থেকে শুরু করে, চলতি বছর করোনার দ্বিতীয় ঢেউ সুনামির মতো আছড়ে পড়া পর্যন্ত একই রকম ভাবে সাধারণের পাশে থাকার চেষ্টা করছেন সোনু। বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাহায্যের আবেদন নিয়ে সোনুর সঙ্গে যোগাযোগ করেন সাধারণ মানুষ। এর মধ্যে তিনি নিজেও আক্রান্ত হয়েছিলেন। কিন্তু সুস্থ হয়ে ফের শুরু হয়েছে সাধারণের পাশে থাকার লড়াই। অভিনেতার এই সাহায্যকে কুর্নিশ জানিয়েছেন অনুরাগীরা।

আরও পড়ুন, ‘বিচারক কী বলবেন, নির্মাতারা ঠিক করে দেন’, ‘ইন্ডিয়ান আইডল’ নিয়ে বিস্ফোরক সুনিধি