অভিনেতা সোনু সুদ এবং পরিচালক ফারাহ খান একসঙ্গে এর আগে ‘হ্যাপি নিউ ইয়ার’ ফিল্মে কাজ করেছেন। পরিচালক-অভিনেতা জুটি আপাতত এক নতুন প্রোজেক্টে একসঙ্গে কাজ করতে প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে তাঁদের আসন্ন প্রোজেক্টের শুটিংয়ের জন্য চণ্ডিগড়ে রয়েছেন।
রবিবার সোনু সুদ তাঁর ইনস্টাগ্রাম পোস্টে ফারাহ খানের সঙ্গে নিজের দুটি নতুন ছবি পোস্ট করেছেন। প্রথম ছবিতে দু’জনকে খেতের মাঝখানে ট্র্যাক্টরে বসে থাকতে দেখা যাচ্ছে। অন্যটিতে সোনু হোটেলের লাগেজ গাড়িতে বসে রয়েছেন। এবং ফারাহ রয়েছেন দাঁড়িয়ে। ইনস্টাগ্রামে ছবি দুটি শেয়ার করে সোনু লিখেছেন ‘আমার প্রিয় বন্ধু ফারাহ খানের সাথে সবুজতা এবং রাস্তা।’
গতকাল, ফারাহ খান ট্র্যাক্টরে বসে থাকা সোনু সুদের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছিলেন। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘সব কিছুই পাঞ্জাবী…চন্ডিগড়, ট্র্যাক্টর এবং সোনু সূদ … তোমার সঙ্গে শুটিং করা আমার কাছে সবসময়ই মজাদার, বন্ধু। গায়িক নেহা কাক্কর ফারাহ খানের পোস্টে মন্তব্য করে লেখেন, ‘ইয়েসসসস।’
যা খবর তা হল নয়ের দশকে আলতাফ রাজার জনপ্রিয় গান ‘তুম তো ঠেহর পরদেসি’র আধুনিক সংস্করণের অর্থাৎ রিমেকের প্রস্তুতির পথে সোনু-ফারহা। শোনা যাচ্ছে গানটি শহুর এবং গ্রামীণ সংস্কৃতির এক মিশ্রণ আনতে চলেছে।
নয়ের দশকের এই জনপ্রিয় গানটি একসময়ে ‘অফিসিয়াল ব্রেকআপ সং’ হয়ে উঠেছিল। নতুন গানটি গাইছেন টোনি কক্কর এবং আলতাফ রাজা। মিউজিক ভিডিয়োতে অভিনয় করবেন সোনু সুদ। গানটি ৩০ জুলাই সোনুর জন্মদিনে রিলিজ হওয়ার কথা চলছে। গানটির প্রস্তাব নিয়ে সোনুকে যোগাযোগ করা হলে তিনি সঙ্গে-সঙ্গে ফারাহর কাছে পৌঁছন কারণ ফারাহই সোনুর প্রথম পছন্দ ছিল। সোনু এবং ফারাহ একে অপরের ভাল বন্ধু এবং তাঁদের বন্ধুত্ব ২০১৪ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবি থেকে শুরু হয়। কোভিড চলাকালীন বন্ধুত্ব আরও বেড়েছে যখন তাঁরা দুজনে একে অপরের সহায়তা করেছিলেন। পাঞ্জাবের সর্ষে ক্ষেতে শুট করা হবে গানটি। চন্ডিগড়ে সেট আপ করা হয়েছে।
আরও পড়ুন Mimi Chakraborty: গোটা শহর হেঁটে বেড়িয়ে মিমি জানালেন তাঁর ‘ভালবাসার’ কথা!