‘…সারা জীবনের জন্য হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে’, অসহায় সোনু সুদ, মন ভাল নেই ‘মসিহা’র

সোনু জানেন এই দেশের বহু মানুষ তাঁর এবং তাঁর সংস্থার সাহায্যের দিকে চেয়ে বসে আছেন। সেলেব থেকে সাধারণ-- সাহায্যের সময়ে ভেদাভেদ করেননি তিনি।

'...সারা জীবনের জন্য হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে', অসহায় সোনু সুদ, মন ভাল নেই 'মসিহা'র
সোনু সুদ
Follow Us:
| Updated on: May 24, 2021 | 2:58 PM

মসিহারও কষ্ট হয়। মন ভাঙে। কান্না পায়। চোখের সামনে একের পর এক মৃত্যু…সাধ্যের বাইরে গিয়ে সাহায্যের হাত বাড়ানো সত্ত্বেও যখন নিষ্প্রাণ দেহগুলিকে পুড়ে যেতে দেখেন সোনু সুদ তখন চোখ ভারি হয়ে আসে তাঁর।

রবিবার প্রায় মধ্যরাতে একটি পোস্ট করেছেন সোনু। সেই পোস্টের ছত্রে ছত্রে হতাশা…দুঃখ। যে রুগীদের বাঁচানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁদের মৃত্যু যে প্রিয়জন বিয়োগের চেয়ে কম কষ্টের নয়, সে কথা জানিয়েই সোনু লিখছেন, “যে সমস্ত পরিবারকে প্রতিজ্ঞা করেছিলাম তাঁদের অসুস্থ মানুষটিকে সুস্থ করে তুলবই, দিনের শেষে সেই প্রতিজ্ঞা না রাখতে পাওয়ার যন্ত্রণা নিজের পরিবারের কাউকে হারানোর থেকে কম কষ্টের নয়।আরও কষ্টের সেই পরিবারটির সম্মুখীন হওয়া।”

সোনু জানেন এই দেশের বহু মানুষ তাঁর এবং তাঁর সংস্থার সাহায্যের দিকে চেয়ে বসে আছেন। সেলেব থেকে সাধারণ– সাহায্যের সময়ে ভেদাভেদ করেননি তিনি। মানুষ চেয়েছে তাঁকেই প্রধানমন্ত্রী রূপে দেখতে। আত্মসন্তুষ্টিতে ভোগেননি তিনি। তবু তিনি ‘মৃত্যু চেয়ে বড় নন’। তাই রাত গভীর হতেই সোনু লিখেছেন, “অসহায় লাগছে। যে সমস্ত পরিবারগুলির সঙ্গে দিনে ১০ বার কথা হয়তো তাঁদের সঙ্গে হয়তো সারাজীবনের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে…”।

আরও পড়ুন- মুনমুন সেনের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স, ধারাবাহিকেও অভিনয় করেছেন সুব্রত মুখোপাধ্যায়

দিন কয়েক আগে এক করোনা আক্রান্তর মৃত্যুর খবরে ভেঙে পড়েছিলেন সোনু। রোগীর নাম ভারতী। বাড়ি নাগপুরে। তাঁকে কোনও দিনও দেখেননি সোনু। কিন্ত ভারতীর পরিবার তাঁর কাছে সাহায্য চাইতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে নাগপুর থেকে তাঁকে চিকিৎসার জন্য হায়দরাবাদে নিয়ে এসেছিলেন সোনু সুদ। এক মাস ধরে যুদ্ধ করে অবশেষে মারা যান তিনি।

ভারতীর মতো অনেকেই লড়াইয়ে হার মেনেছেন ঠিকই, সোনুর জন্য লড়াই জিতেছেনও অনেক মানুষ। তাই তাঁর ওই পোস্টে পাশে দাঁড়িয়েছেন নেটিজেনরা। তিনি যা করছেন তা যে তুলনাহীন সে কথা অভিনেতাকে মনে করিয়ে দিয়েছেন আরও একবার।