বড় বাজেটের হিন্দি বাণিজ্যিক ছবি। এসব ছবির মুক্তির অপেক্ষায় থাকেন ডিস্ট্রিবিউটার ও হল মালিকরা। বড় স্টার, দারুণ গল্প, পরিচিত পরিচালক, অ্যাকশন-প্রেম-মজা-নাচ-গানে ভরপুর প্যাকেজের দিকে তাকিয়ে থাকেন দর্শকও। ২০১৯ থেকে মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলি ধীরে ধীরে মুক্তি পাচ্ছে। সেই তালিকায় রয়েছে ‘সূর্যবংশী’। ৫ দিনের মধ্যে ১০০ কোটির ব্যবসা করেছে এই ছবি। ১০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে অক্ষয়-ক্যাটরিনা অভিনীত রোহিত শেট্টির কপ ইনিভার্স।
কোভিডের কারণে এখন বেশকিছু রাজ্যের সিনেমা হলে দর্শকাসন সীমিত করার নিয়ম জারি। কিছু রাজ্যে ৭০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খুলেছে। ‘সূর্যবংশী’ ডিস্ট্রিবিউটার ও হল মালিকদের নিরাশ করেনি।
৫ নভেম্বর মুক্তি পেয়েছিল ছবি। প্রথম দিনে আয় হয়েছিল ২৬ কোটি। মাঝে ছিল শনি-রবি। কোভিডকালে যেখানে সিনেমা হল ফাঁকা থাকে অধিকাংশ সময়েই সেখানে রোহিত শেট্টির এই অ্যাকশন মুভির আয় একেবারেই খারাপ নয়। চার দিন পর ছবির আয় ৮১ কোটি ছাড়িয়েছিল। সেই নিয়েও খবর হয়েছিল। তখনই চিত্র সমালোচকদের মনে হয়, কোভিড কালেও ১০০ কোটির অঙ্ক পার করবে ‘সূর্যবংশী’।
হাসি ফুটেছে সিনেমা হল মালিকদের মুখে। অজন্তা সিনেমা হলের মালিক শতদীপ সাহা ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছিলেন তাঁর হলে ওই ছবি হাউজফুল। কোভিডকালে বহুদিন পর কোনও ছবি হাউজফুল হওয়ায় স্বস্তি ইন্ডাস্ট্রিতেও।
ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ। স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স রণবীর সিং ও অজয় দেবগণের। পরিচালক রোহিত শেট্টি। পুলিশদের নিয়ে পরীক্ষানিরীক্ষা বেজায় পছন্দ রোহিতের। এই ছবির টপিকও তাই।
আরও পড়ুন: Aryan Khan: ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিন, কীভাবে পালন করছেন শাহরুখ?