বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দর থেকে ফ্লাইট ধরলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। এক পাপারাৎজ়ি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেই ফুটেজ। মুম্বই এয়ারপোর্টে নিজের গাড়ি থেকে নামতে দেখা যায় আরিয়নকে। মাদক-কাণ্ডে ফাঁসার পর আরিয়ানের দেশ ছাড়ার অনুমতি নেই। তবে শোনা যাচ্ছে, তিনি দেশের বাইরে যাননি। মুম্বইয়ের বাইরে ভারতের অন্য রাজ্যে গিয়েছেন। বিমানবন্দর লুক হিসেবে আরিয়ানের পরনে ছিল কালো টি-শার্ট, ডেনিমের জ্যাকেট, কার্গো প্যান্ট এবং সাদা স্নিকার্স। বিমানবন্দরে এসে কিছু মানুষের সঙ্গে কথা বলে প্রবেশ দ্বারের দিকে এগিয়ে যান তারকা সন্তান।
এই ভিডিয়ো পোস্ট হতেই নেটিজ়েনদের ভালবাসা পেতে শুরু করেছেন আরিয়ান। ‘দ্য লায়ন কিং’ অ্যানিমেটেড ছবিতে মুসাফার গলা দিয়েছিলেন শাহরুখ। আরিয়ান দিয়েছিলেন মুসাফার ছেলে সিম্বার গলা। সেই ঘটনার উল্লেখ টেনে এক নেটিজ়েন লিখেছেন, “মুসাফার ছেলে।” অন্য একজন লিখেছেন, “এক্কেবারে বাবা শাহরুখ খানের মতোই হয়েছেন আরিয়ান। বাবার মতো মুখ। বাবার মতোই হ্যান্ডসম।” অন্য এক অনুরাগী লিখেছেন, “সবচেয়ে সুন্দর ও হ্যান্ডসম।” কেউ আবার তাঁকে শেহজ়াদাও বলেছেন।
গত বছর অক্টোবর মাসে আরিয়ান ও খান পরিবারে নেমে আসে কালো সময়। শাহরুখের সাধের অট্টালিকা ‘মন্নত’-এর সমস্ত আলো নিভে যায়। মাদককাণ্ডে ফেঁসে আর্থার রোডের জেলে একটা গোটা মাস কাটিয়েছিলেন আরিয়ান। তারকা সন্তানের মাদকের সঙ্গে যোগ রয়েছে দেখে অনেকেই ছিছিক্কার করেছিলেন সে সময়। শাহরুখ-গৌরীর রাতের ঘুম উড়ে গিয়েছিল। কিন্তু এই ঘটনায় কিং খানের ফ্যান-ফলোয়িং এক্কেবারেই কমে যায়নি। বরং অনুরাগীদের পাশে পেয়েছিলেন কঠিন সময়ে।
আর্থার রোডের জেল থেকে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফিরে কাজে মন দিয়েছেন আরিয়ান। বাবার প্রযোজনা সংস্থা রেড চিলিজ়ের হয়ে চিত্রনাট্য লিখছিলেন। সেই ওয়েব সিরিজ় নাকি পরিচালনাও করবেন আরিয়ান। তেমনটাই জানিয়েছিল এক সূত্র।