Rahul-Sunil: বিয়ের কয়দিনের মধ্যেই রাহুলের শ্বশুর হওয়ায় আপত্তি সুনীলের
Rahul-Sunil:আথিয়ার বিয়ে কোনও প্রাসাদ ভাড়া করে হয়নি। তবে বিয়ে নিয়ে গোপনীয়তা ছিল প্রথম থেকেই। যদিও শোনা যাচ্ছে, মুম্বইয়ে বড় করে রিসেপশন পার্টি দেবেন তাঁরা।
মেয়ের বিয়ের মাত্র কয়েক দিন পার হয়েছে। এরই মধ্যে সুনীল শেট্টি এ কী বলে বসলেন! মেয়ে আথিয়া শেট্টির বর কে এল রাহুলের শ্বশুর নন তিনি। সাংসারিক অশান্তির আঁচ পাওয়ার কোনও কারণ নেই। কারণ সুনীল যা বলেছেন, তা বড়ই মিষ্টি। তিনি জানিয়েছেন, রাহুলের শ্বশুর নয়, বরং বাবা হয়েই থাকতে চান তিনি। গত ২৩ জানুয়ারি সুনীলের খামারবাড়িতে বিয়ে হয় আথিয়া ও রাহুলের। খুব ছোট করেই হয়েছিল বিয়ের অনুষ্ঠান। আথিয়ার বিয়ের সাজ ছিল বড়ই স্নিগ্ধ। জামাই রাহুলকে নিয়ে তিনি গদগদ। বলেন, “আমি ওর বাবা। শ্বশুর কীভাবে হওয়া যায় তা আমি জানি না। আমি ওর ভক্ত ছিলাম। আজ এক অন্য সম্পর্ক গড়ে উঠেছে। ও ভিষণ গুণী একজন মানুষ।” পাশাপাশি রাহুলের খেলা নিয়ে তাঁর বক্তব্য, “মাঝেমধ্যেই ওয়াংখেড়ে গিয়ে আমি তরুণ ক্রিকেটারদের খেলা দেখতাম। রাহুলেরও খেলা দেখেছি। তখনই মনে হত ও ভীষণ ভাল খেলে।” ম্যাঙ্গালোরে ছেলে রাহুল। ছোট শহর থেকে নিজের পরিশ্রমে বড় হয়ে উঠেছে সে। আর রাহুলের এই লড়াইকেই কুর্নিশ জানান সুনীল শেট্টি। তাঁর কথায়, “ছোট শহরের ছেলেমেয়েরা যদি কিছু অর্জন করে থাকে তবে তা আমায় ভীষণ আনন্দ দেয়।
আথিয়ার বিয়ে কোনও প্রাসাদ ভাড়া করে হয়নি। তবে বিয়ে নিয়ে গোপনীয়তা ছিল প্রথম থেকেই। যদিও শোনা যাচ্ছে, মুম্বইয়ে বড় করে রিসেপশন পার্টি দেবেন তাঁরা। তবে এখনই নয়। সামনেই আইপিএল। তা মিটে যাওয়ার পরেই নাকি হবে বাকি অনুষ্ঠান। সুনীল শেট্টির বিবাহিত জীবনও বেশ সুখের। ১৯৯১ সালে বিয়ে করেন তাঁরা। তাঁদের দুই সন্তান। আথিয়া শেট্টি ও আহান শেট্টি। আথিয়া ও আহান দুজনেই অভিনয়ের সঙ্গে যুক্ত। আহানেরও প্রেমিকা রয়েছে। প্রেম নিয়ে কোনওদিনই লুকোননি তিনি। তাঁর প্রেমিকের নাম তানিয়া শ্রফ।