Sunny Deol Secrets: ধর্মেন্দ্র-পুত্র সানির সঙ্গে ডিম্পল কাপাডিয়ার বেপরোয়া ‘পরকীয়া’, স্বাস্থ্য কেন্দ্রে লুকিয়ে কী করছিলেন?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 20, 2023 | 12:05 PM

Sunny-Dimple Steamy Affair: একসময় মাখোমাখো প্রেম ছিল বলিউডের দুই তারকা সানি দেওল এবং ডিম্পল কাপাডিয়ার মধ্য়ে। সেই সময় ডিম্পল বিবাহিত। রাজেশ খান্নার স্ত্রী। ঘটনাচক্রে অভিনেতা অক্ষয়কুমারের শাশুড়ি ডিম্পল। তাঁর বড় মেয়ে টুইঙ্কল খান্নাকে বিয়ে করেছেন অক্ষয়। অক্ষয়ের শাশুড়ির বিবাহবহির্ভূত প্রেমজীবন সংসার ভেঙে দেয় খান্নাদের। ধর্মেন্দ্রর বড় ছেলে সানি দেওলের সঙ্গে সম্পর্ক ছিল বলেই নাকি বলিউড সুপারস্টার রাজেশ খান্না সেই বিয়ে ভাঙেন।

Sunny Deol Secrets: ধর্মেন্দ্র-পুত্র সানির সঙ্গে ডিম্পল কাপাডিয়ার বেপরোয়া পরকীয়া, স্বাস্থ্য কেন্দ্রে লুকিয়ে কী করছিলেন?
সানি-ডিম্পল।

Follow Us

একসময় মাখোমাখো প্রেম ছিল বলিউডের দুই তারকা সানি দেওল এবং ডিম্পল কাপাডিয়ার মধ্য়ে। সেই সময় ডিম্পল বিবাহিত। রাজেশ খান্নার স্ত্রী। ঘটনাচক্রে অভিনেতা অক্ষয়কুমারের শাশুড়ি ডিম্পল। তাঁর বড় মেয়ে টুইঙ্কল খান্নাকে বিয়ে করেছেন অক্ষয়। অক্ষয়ের শাশুড়ির বিবাহবহির্ভূত প্রেমজীবন সংসার ভেঙে দেয় খান্নাদের। ধর্মেন্দ্রর বড় ছেলে সানি দেওলের সঙ্গে সম্পর্ক ছিল বলেই নাকি বলিউড সুপারস্টার রাজেশ খান্না সেই বিয়ে ভাঙেন।

সেই সানির সঙ্গেও নাকি সম্পর্কে টেকেনি ডিম্পলের। তবে কিছুদিন আগেই মুম্বইয়ের এক স্বাস্থ্য কেন্দ্রের বাইরে দেখা যায় সানি-ডিম্পলকে। সেখানে ক্যামেরা দেখেই অপ্রস্তুত হয়ে পড়েন ডিম্পল-সানি দু’জনেই। সানি এবং ডিম্পল সমবয়সি তারকা। দু’জনেরই বর্তমান বয়স ৬৬ বছর। ১৯৮৪ সালে ‘মঞ্জিল মঞ্জিল’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন সানি-ডিম্পল। তারপর ‘অর্জুন’, ‘আগ কা গোলা’, ‘নরসিংহ’-র মতো ছবিতে রোম্যান্স করতে দেখা যায় তাঁদের।

পর্দায় একসঙ্গে রোম্যান্স করতে-করতেই একটা সময় পর একে-অপরের মনের খুব কাছাকাছি চলে এসেছিলেন ডিম্পল-সানি। কিন্তু সেই প্রেম পরিণতি পায়নি কোনওদিনও। এমনকী, মাখামাখি চলেছিল আড়ালেই। দুই পরিবারেই ছিল বাড়াবাড়ি রকমের কড়াকড়ি। ডিম্পল তখন দুই কন্যার মা এবং রাজেশ খান্নার মতো সুপারস্টারের স্ত্রী। অন্যদিকে দেওল পরিবার থেকেও সায় পাননি সানি। দুই সন্তানের মা ডিম্পলকে মেনে নেননি পরিবারের কেউ। সেই সময় সানিও বিবাহিত। তাই ডিম্পলের সঙ্গে সম্পর্কের কথা জানতে পেরে সানির সংসার ছাড়তে চেয়েছিলেন তাঁর স্ত্রীও।

ওদিকে স্ত্রী অন্য পুরুষের কাছে যাচ্ছেন জেনে তাঁকে ডিভোর্স দিয়েছিলেন রাজেশ খান্না। এই ঘটনার পর নাকি সানি-ডিম্পলের পথ আলাদা হয়ে যায়। যদিও বলি অন্দরের অনেকেই মনে করেন, তাঁদের সম্পর্ক ভাঙেনি। অন্তত, মুম্বইয়ের স্বাস্থ্য কেন্দ্রের ভিতর তাঁদের একে-অপরের হাত ধরে বসে থাকতে দেখে তেমনটাই মনে করেছেন প্রত্যক্ষদর্শীরা।

Next Article