AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sunny Deol: ‘কে তাঁর সন্তানের জন্য করে না?’ নেপোটিজ়ম নিয়ে সরব সানি দেওল

Gadar 2: প্রসঙ্গত, আগামী শুক্রবার অর্থাৎ ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে গদর ২ ছবি। আবারও পর্দায় ফিরতে চলেছে সানি দেওল ও আমিশা প্যাটেল।

Sunny Deol: 'কে তাঁর সন্তানের জন্য করে না?' নেপোটিজ়ম নিয়ে সরব সানি দেওল
| Edited By: | Updated on: Aug 06, 2023 | 3:47 PM
Share

বেশ কিছুটা বিরতির পর পর্দায় উপস্থিত সানি দেওল। একটা সময় একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে তিনিই একসময় ইন্ডাস্ট্রির স্টারকিড ছিলেন। তাঁর বাবার নাম ভাঙিয়ে সেক্ষেত্রে কাজ করার পক্ষপাতী তিনিও ছিলেন না, চাননি খোদ ধর্মেন্দ্রও। সানি দেওলের কথায়, কারও ভেতর ক্ষমতা থাকলে তবেই সে নিজের জায়গা তৈরি করতে পারে। বাবা সন্তানকে কবার পথ দেখাতে পারেন, সাহায্য করতে পারেন, তবে পথ চলতে হয় সন্তানকেই। সম্প্রতি আজতক-এর মুখোমুখি হয়ে নেপোটিজ়ম প্রসঙ্গে মুখ খুললেন সানি দেওল। ঝড়ের গতিতে ভাইরাল হল তাঁর সেই মন্তব্য।

কী বললেন সানি নেপোটিজ়ম প্রসঙ্গে? 

আমার মনে হয় এই সব কথা, তাঁরাই ছড়ায়, যাঁরা ফ্রাস্টেটেড। এরা মনে করে কারও বাবা তাঁর সন্তানের জন্য কিছু করা মানেই নেপোটিজম। কার পরিবার করে না? কেউ যদি তাঁর সন্তানের জন্য করতে চায়, তবে সেখানে ভুল কোথায়? কিন্তু সফল তো সেই হবে, যার মধ্যে সে ক্ষমতা থাকে। আমার বাবা কোনওদিন চাননি আমি অভিনেতা হই। আমিও আমার সন্তানদের এই জগতে আনতে চাই না। বাবা অনেক বড় স্টার। আমি যা করেছি, তার জন্য আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে। আমি আমার বাবার মতো নই। তবে আমরা অনেকটাই এক।

প্রসঙ্গত, আগামী শুক্রবার অর্থাৎ ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে গদর ২ ছবি। আবারও পর্দায় ফিরতে চলেছে সানি দেওল ও আমিশা প্যাটেল। গদর ছবিতে প্রথম জুটি বেঁধে ছিলেন তাঁরা। আমিশা প্যাটেল ও সানি দেওলের এই ছবি এবার বক্স অফিসে লক্ষ্মী লাভের আশা দেখাচ্ছে। এক সপ্তাহ আগেই খুলে গেল ছবির অগ্রীম বুকিং। আর তারপর থেকেই ঝড়ের গতিতে বিকোচ্ছে টিকিট। ইতিমধ্যেই ৯০,৮৮৫ টি টিকিট ব্রিকি হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, একসপ্তাহ আগে কেবল অগ্রীম বুকিং-এ এই ছবি ঘরে তুলল ২.৪২ কোটি টাকা।