ফ্যাশনিস্তাদের ‘রেড কার্পেট’ লুক তৈরি করার পিছনে প্রচুর পরিশ্রম হয় আর তিনি যদি হয় সানি লিওন। তাহলে তো তা আরও কয়েক গুণ বেড়ে যায়। ঠিক কেমন পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয় ক্যামেরার পিছনে থাকা মেক আপ আর্টিস্ট কিংবা স্টাইলারদের তারই এক ঝলক প্রকাশ করলেন সানি। নিজের ইনস্টাতে পোস্ট করলেন তেমনই এক ভিডিয়ো। এমটিভি স্প্লিট্সভিলার ড্রেসিং ফ্লোরে সানির গাউনের ব্যাক চেন আটকাতে নাজেহাল হয়ে পড়েছেন সানিক দলবল। কেউ আটকাতে পারছে না সেই চেন। এক-দু’জন নন। তিনজন মিলে শেষমেশ সানির হলুদ গাউনের পিঠের চেন লাগাতে সক্ষম হলেন। তারপরই মিলল স্বস্তি।
আরও পড়ুন দেখুন ছবি: ওয়েব সিরিজ যা বিদেশি শোয়ের ‘অনুকরণ’
ভিডিয়োটি শেয়ার করে সানি লেখেন, ‘গাউনকে পারফেক্ট দেখাতে একটা সেনাবাহিনী প্রয়োজন হয়েছিল!’
বর্তমানে সানিকে রণবিজয় সিংহের সঙ্গে এক ডেটিং রিয়েলিটি শো, ‘এমটিভি স্প্লিটসভিলা-১৩’ এর হোস্ট হিসাবে দেখা যাচ্ছে। চলতি সিজনের শুটিং হয়েছিল কেরালের পুভর দ্বীপের রিসর্টে।
পুরো কাস্ট এবং ক্রুয়ের জন্য একটি বায়ো-বাবল তৈরি করা হয়েছিল। এটি গত বছর প্রিমিয়ার করার কথা চললেও কোভিডের কারণে পিছিয়ে যায়। সানি প্রায়শই ‘স্প্লিটসভিলা’র বিহাইন্ড দ্য সিনসের ছবি এবং ভিডিয়ো তাঁর ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেন। সেগুলোর মধ্যে তাঁর ‘ভাই’ এবং সহ-হোস্ট রণবিজয়কেও দেখা যায়।
এমএক্স প্লেয়ারে বিক্রম ভাট পরিচালিত ১০ পর্বের অ্যাকশন সিরিজ ‘অনামিকা’তে অভিনয় করছেন সানি। শোয়ের প্রযোজনার দায়িত্বেও রয়েছেন তিনি। সিরিজে তাঁর সঙ্গে অভিনয় করছেন সোনালী সেগাল।