AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেখুন ছবি: ওয়েব সিরিজ যা বিদেশি শোয়ের ‘অনুকরণ’

করোনা আবহে বিনোদনের ক্ষেত্র বদলেছে। প্রেক্ষাগৃহ ছেড়ে মোবাইল হাতে ওটিটি হাতড়াচ্ছেন সিনে লাভার্স। কিছু ওয়েব সিরিজ একেবারে অরিজিনাল কনটেন্ট হলেও বেশ কিছু ভারতীয় কনটেন্টে রয়েছে পর দেশীর ছাপ। ৭ ভারতীয় ভারতীয় ওয়েব সিরিজ যা বিদেশি শো থেকে অনুকরণে নির্মিত।

| Updated on: May 23, 2021 | 4:23 PM
Share
আরিয়া (পেনোজ়া) সুস্মিতা সেন অভিনীত হটস্টারের সিরিজ ছিল ডাচ সিরিজ পেনোজার ভারতীয় অনুকরণ। গুলিবিদ্ধ হওয়ার পরে আরিয়ার স্বামীর ব্যবসায়ের দায়িত্ব নেন সুস্মিতা। ২০২০ সালে প্রকাশের পরে রাম মাধবানি সিরিজটি ভীষণ সমালোচিত হয় । চন্দ্রচুড় সিং, নমিত দাস, সিকন্দর খেড়ও এই সিরিজে অভিনয় করেছিলেন। দ্বিতীয় সিজনও আসতে চলেছে।

আরিয়া (পেনোজ়া) সুস্মিতা সেন অভিনীত হটস্টারের সিরিজ ছিল ডাচ সিরিজ পেনোজার ভারতীয় অনুকরণ। গুলিবিদ্ধ হওয়ার পরে আরিয়ার স্বামীর ব্যবসায়ের দায়িত্ব নেন সুস্মিতা। ২০২০ সালে প্রকাশের পরে রাম মাধবানি সিরিজটি ভীষণ সমালোচিত হয় । চন্দ্রচুড় সিং, নমিত দাস, সিকন্দর খেড়ও এই সিরিজে অভিনয় করেছিলেন। দ্বিতীয় সিজনও আসতে চলেছে।

1 / 7
দ্য অফিস (দ্য অফিস) ব্রিটিশ শো—'দ্য অফিস’এর অনুকরণে তৈরি। স্টিভ ক্যারেল ছিলেন মুখ্য ভূমিকায়। ভারতে, শোটি ভারতীয় নান্দনীকতার কথা মাথায় রেখে বদল হয়েছিল, বিশেষত গোপাল দত্তের চরিত্রটি। বেশ ইতিবাচক পর্যালোচনা মেলে, তবে তা ব্রিটিশ বা আমেরিকান অরিজিনাল শোয়ের উত্তেজনাকে ছাপিয়ে যেতে পারেনি

দ্য অফিস (দ্য অফিস) ব্রিটিশ শো—'দ্য অফিস’এর অনুকরণে তৈরি। স্টিভ ক্যারেল ছিলেন মুখ্য ভূমিকায়। ভারতে, শোটি ভারতীয় নান্দনীকতার কথা মাথায় রেখে বদল হয়েছিল, বিশেষত গোপাল দত্তের চরিত্রটি। বেশ ইতিবাচক পর্যালোচনা মেলে, তবে তা ব্রিটিশ বা আমেরিকান অরিজিনাল শোয়ের উত্তেজনাকে ছাপিয়ে যেতে পারেনি

2 / 7
ক্রিমিনাল জাস্টিস (ক্রিমিনাল জাস্টিস ) এই একই নামের ছিল ব্রিটিশ সিরিজটি। তার উপর র ভিত্তি করে তৈরি হয়েছিল হটস্টারের ভারতীয় কনটেন্ট এবং গল্পটি দর্শকের প্রশংসা ছিল। প্রথম সিজনে বিক্রান্ত, জ্যাকি শ্রফ এবং পঙ্কজ ত্রিপাঠি অভিনীত সিরিজ বেশ প্রশংসা কুড়িয়েছিল। দ্বিতীয় সিজনে ক্রিমিনাল জাস্টিস: ক্লোজড ডোরস, পঙ্কজ ত্রিপাঠির চরিত্রটি মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

ক্রিমিনাল জাস্টিস (ক্রিমিনাল জাস্টিস ) এই একই নামের ছিল ব্রিটিশ সিরিজটি। তার উপর র ভিত্তি করে তৈরি হয়েছিল হটস্টারের ভারতীয় কনটেন্ট এবং গল্পটি দর্শকের প্রশংসা ছিল। প্রথম সিজনে বিক্রান্ত, জ্যাকি শ্রফ এবং পঙ্কজ ত্রিপাঠি অভিনীত সিরিজ বেশ প্রশংসা কুড়িয়েছিল। দ্বিতীয় সিজনে ক্রিমিনাল জাস্টিস: ক্লোজড ডোরস, পঙ্কজ ত্রিপাঠির চরিত্রটি মূল কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

3 / 7
আউট অফ লাভ (ডক্টর ফস্টার) বিবিসি সিরিজের ‘ডক্টর ফস্টার’ থেকে অনুকরণ। তিগমাশু ধুলিয়া ও আইজাজ খান পরিচালিত এই শোয়ে অভিনয় করেছেন রাসিকা দুগ্গল ও পূরব কোহলি। এক মহিলার গল্প যিনি বিশ্বাস করেন তাঁর স্বামী তাকে প্রতারণা করছেন। অবসেশন এবং তারপর ইনভেস্টিগেশনে মোড় নেয় গোটা গল্প। প্রথম সিজন দর্শকদের প্রশংসা পেয়েছিল এবং এখন, দ্বিতীয় সিজন নিয়ে ফিরতে চলেছে ‘আউট অফ লাভ’।

আউট অফ লাভ (ডক্টর ফস্টার) বিবিসি সিরিজের ‘ডক্টর ফস্টার’ থেকে অনুকরণ। তিগমাশু ধুলিয়া ও আইজাজ খান পরিচালিত এই শোয়ে অভিনয় করেছেন রাসিকা দুগ্গল ও পূরব কোহলি। এক মহিলার গল্প যিনি বিশ্বাস করেন তাঁর স্বামী তাকে প্রতারণা করছেন। অবসেশন এবং তারপর ইনভেস্টিগেশনে মোড় নেয় গোটা গল্প। প্রথম সিজন দর্শকদের প্রশংসা পেয়েছিল এবং এখন, দ্বিতীয় সিজন নিয়ে ফিরতে চলেছে ‘আউট অফ লাভ’।

4 / 7
হস্টেজেস (হস্টেজেস)  একই নামের ইসরাইল সিরিজ থেকে অনুকরণ করা হয়েছে। রণিত রায় এবং তিসকা চোপড়া অভিনীত এবং সুধীর মিশ্রা পরিচালিত হটস্টারের প্রথম সিজন। একজন চিকিৎসকের পরিবারকে অপহরণ করা হয়, তখনই তাঁদের মুক্ত করা হবে যদি সেই চিকিৎসক তাঁর রোগীকে (রাজনীতিবিদ) হত্যা করেন। নৈতিকতা এবং দ্বিধাবোধ এটিকে মনগ্রাহী করে তোলে। দ্বিতীয় সিজন প্রায় এক বছর পরে প্রিমিয়ার হয় তবে এটি প্রথম সিজনের মতো প্রশংসা পায়নি।

হস্টেজেস (হস্টেজেস) একই নামের ইসরাইল সিরিজ থেকে অনুকরণ করা হয়েছে। রণিত রায় এবং তিসকা চোপড়া অভিনীত এবং সুধীর মিশ্রা পরিচালিত হটস্টারের প্রথম সিজন। একজন চিকিৎসকের পরিবারকে অপহরণ করা হয়, তখনই তাঁদের মুক্ত করা হবে যদি সেই চিকিৎসক তাঁর রোগীকে (রাজনীতিবিদ) হত্যা করেন। নৈতিকতা এবং দ্বিধাবোধ এটিকে মনগ্রাহী করে তোলে। দ্বিতীয় সিজন প্রায় এক বছর পরে প্রিমিয়ার হয় তবে এটি প্রথম সিজনের মতো প্রশংসা পায়নি।

5 / 7
ইয়োর অনার (কোভোডো)  জিমি শেরগীলের অভিনীত সিরিজ। সোনি লিভ-এ স্ট্রিমিং হয়। ইসরাইল সিরিজ ‘কোভোডো’ থেকে অনুপ্রাণিত এই সিরিজ। শেরগিল একজন বিচারকের ভূমিকায় অভিনয় করেন যাঁর পুত্র হিট অ্যান্ড রান মামলায় জড়িত। ছেলেকে বাঁচাতে তাঁর সততার সঙ্গে আপস করতে হয় তাঁকে এবং নৈতিকতা চ্যালেঞ্জের মুখে পড়ে। দ্বিতীয় সিজনের শুটিং চলছে।

ইয়োর অনার (কোভোডো) জিমি শেরগীলের অভিনীত সিরিজ। সোনি লিভ-এ স্ট্রিমিং হয়। ইসরাইল সিরিজ ‘কোভোডো’ থেকে অনুপ্রাণিত এই সিরিজ। শেরগিল একজন বিচারকের ভূমিকায় অভিনয় করেন যাঁর পুত্র হিট অ্যান্ড রান মামলায় জড়িত। ছেলেকে বাঁচাতে তাঁর সততার সঙ্গে আপস করতে হয় তাঁকে এবং নৈতিকতা চ্যালেঞ্জের মুখে পড়ে। দ্বিতীয় সিজনের শুটিং চলছে।

6 / 7
মাইন্ড দ্য মালহোত্রাজ় (লা ফ্যামিগিলিয়া) মিনি মাথুর এবং সাইরাস সাহুকর অভিনীত এই প্রাইম ভিডিও সিরিজটি ইসরাইল কমেডি সিরিজ লা ফ্যামিগ্লিয়া থেকে অনুকরণ হয়েছে। শো-তে দম্পতি, নিজেদের সন্তানদের বড় করে তুলতে যে পারিবারিক সমস্যার বেগ পেতে হচ্ছিল তা সমাধান করার চেষ্টা তাঁরা  কাপল থেরাপিতে যান।

মাইন্ড দ্য মালহোত্রাজ় (লা ফ্যামিগিলিয়া) মিনি মাথুর এবং সাইরাস সাহুকর অভিনীত এই প্রাইম ভিডিও সিরিজটি ইসরাইল কমেডি সিরিজ লা ফ্যামিগ্লিয়া থেকে অনুকরণ হয়েছে। শো-তে দম্পতি, নিজেদের সন্তানদের বড় করে তুলতে যে পারিবারিক সমস্যার বেগ পেতে হচ্ছিল তা সমাধান করার চেষ্টা তাঁরা কাপল থেরাপিতে যান।

7 / 7