Surekha Sikri: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা, শোকস্তব্ধ শিল্পীমহল
১৯৭৮ সালে কিসসা কুরসিকা ছবি দিয়ে বলিউডে পা রাখেন সুরেখা। বালিকা বধু ধারাবাহিকে তাঁর অভিনীত 'দাদিসা' চরিত্রটি আজও সবার মনে উজ্জ্বল।
বলিউডে ফের এক খারাপ খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কিংবদন্তী অভিনেতা সুরেখা শিকরি। বয়স হয়েছিল ৭৫ বছর। অভিনেত্রীর পরিবার সূত্রে খবর, বেশ কিছু মাস ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী। ২০২০ সালে একবার মস্তিষ্কে স্ট্রোকও হয়।
সংবাদমাধ্যমকে অভিনেতার ম্যানেজার জানিয়েছেন, এ দিন সকালেই মৃত্যু হয়েছে তাঁর। ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকেই নানা সমস্যায় ভুগছিলেন তিনি। শেষ দিন পর্যন্ত পরিবার তাঁর পাশে ছিল। পরিবারের সবাই ভীষণ ভেঙে পড়েছেন।
১৯৪৫ সালে উত্তরপ্রদেশে জন্ম সুরেখা সিক্রির। তাঁর সৎ-বোন মানারা পারভিন মুরাদ নাসিরউদ্দিন শাহর প্রাক্তন স্ত্রী। ছোটবেলা কেটেছেন আলমোড়া এবং নৈনিতালের। পড়াশোনা করেছেন ন্যাশেনাল স্কুল অব ড্রামা থেকে। ১৯৮৯ সালে পেয়েছে সঙ্গীত নাটিক অ্যাকাদেমি পুরস্কারও। বাবা ছিলেন ভারতীয় বায়ুসেনা বাহিনীতে মা ছিলেন শিক্ষক।
১৯৭৮ সালে কিসসা কুরসিকা ছবি দিয়ে বলিউডে পা রাখেন সুরেখা। সহ অভিনেতা হিসেবে তিন বার জাতীয় পুরস্কার জিতেছেন তিনি। এর মধ্যে রয়েছে ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘রোলস ইন তামাস’, ১৯৯৫ সালের ছবি ‘মাম্মো’ এবং ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘বাধাই হো।’। কাজ করেছেন ছোট পর্দাতেও। বালিকা বধু ধারাবাহিকে তাঁর অভিনীত ‘দাদিসা’ চরিত্রটি আজও সবার মনে উজ্জ্বল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।
আরও পড়ুন-জীবন-যুদ্ধে একটা হাত লাগে, তিয়াসাকে সেই হাতটা বাড়িয়েছিলাম আমিই: সুবান রায়
We are going to miss you Surekha ji
Om Shanti ? ? #SurekhaSikri ji pic.twitter.com/dKqCVl91dN
— Paragg Mehta (@ParaggMehta) July 16, 2021