Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SSR: ‘মরা মানুষটাকে এভাবে দোষ দিচ্ছ!’ রিয়াকে তুলোধনা সুশান্তের দিদির

SSR: রিয়া চক্রবর্তীর উপর ক্ষোভ উগরে দিলেন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং। নাম না করেই রিয়াকে একহাত নিয়ে তাঁর প্রশ্ন, "মৃত মানুষের উপর দোষ চাপাচ্ছে?" কী এমন করেছেন রিয়া, কী বলেছেন যে ফুঁসে উঠলেন শ্বেতা? এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রথম বার সুশান্ত সিং রাজপুত, তাঁর জেল জীবন, মিডিয়া ট্রায়াল, কালা জাদু, ইত্যাদি নানা বিষয়ে মুখ খুলেছেন রিয়া।

SSR: 'মরা মানুষটাকে এভাবে দোষ দিচ্ছ!' রিয়াকে তুলোধনা সুশান্তের দিদির
রিয়াকে তুলোধনা সুশান্তের দিদির
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2023 | 6:03 PM

রিয়া চক্রবর্তীর উপর ক্ষোভ উগরে দিলেন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং। নাম না করেই রিয়াকে একহাত নিয়ে তাঁর প্রশ্ন, “মৃত মানুষের উপর দোষ চাপাচ্ছে?” কী এমন করেছেন রিয়া, কী বলেছেন যে ফুঁসে উঠলেন শ্বেতা? এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রথম বার সুশান্ত সিং রাজপুত, তাঁর জেল জীবন, মিডিয়া ট্রায়াল, কালা জাদু, ইত্যাদি নানা বিষয়ে মুখ খুলেছেন রিয়া। একই সঙ্গে মানসিক স্বাস্থ্য নিয়েও মুখ খুলেছেন তিনি। সব সময়েই যে মানসিক স্বাস্থ্যকে লঘু করে দেখা হয় সে কথাই মনে করেন রিয়া। এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই সুশান্তের একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সুশান্তের দিদি লেখেন, “যে মানুষটা নেই তাঁকে দোষ দেওয়া হচ্ছে। যে কিনা নিজেকে নির্দোষ প্রমাণও করতে পারবে না আর। আমার শুধু একটাই প্রশ্ন, ‘নিজের বিবেককে কী উত্তর দেবে?”

তিনি আরও যোগ করেন, “আমার ভাই একজন ভাল মনের মানুষ ছিল। হাজার হাজার মানুষের মন ও জয় করে নিয়েছে। আমাদের আর কিছু বলার দরকার নেই। কারণ সিবার সবটা বুঝতে পারে। যে পরিমাণ ভালবাসা ও পেয়েছে তা ভাষায় বর্ণনা করা যাবে না। ওই ভালবাসা তো আর কখনও মরে যাবে না। আমরা শেষদিন পর্যন্ত ওর বিচারের আশায় লড়াই চালিয়ে যাব।”

প্রসঙ্গত, ওই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিয়া বলেন, “খারাপ লাগে যখন কোনও সফল ব্যক্তি বিয়ে করেন এবং হঠাৎই তাঁর সফলতার পরিমাণ কমতে শুরু করে তখন সবাই ওই মেয়েটিকেই দোষ দিতে থাকে। ভারতের বেশিরভাগ পুরুষ তাঁদের প্রেমিকা বা স্ত্রীয়ের কথা কর্ণপাত করেন না। যদি তাঁরা সেটা করতেন তবে এই পৃথিবী অনেক সুন্দর হতো।” সুশান্ত মারা যাওয়ার পর রিয়ার বিরুদ্ধে উঠেছিল ‘ব্ল্যাক ম্যাজিক’ অর্থাৎ ‘কালা জাদু’ প্রয়োগের ভিত্তিহীন অভিযোগও। তাও মনে করিয়ে দিয়ে রিয়া বলেন, “পৃথিবীতে ব্ল্যাক ম্যাজিক বলে কিছু হয় না। আপনাদের সবাইকে সেটা বলে রাখি।” সে যাই হোক, সুশান্তের দিদির বক্তব্যের প্রেক্ষিতে রিয়া মুখ খোলেন কিনা, এখন সেটাই দেখার।