টুলের উপর কালো অ্যাপ্রন পরে বসে রয়েছে আলিশা। সুস্মিতা সেনের (Sushmita Sen) ছোট মেয়ে। চোখ বন্ধ। আর সামনে কাঁচি হাতে দাঁড়িয়ে মেয়ের চুল কেটে দিচ্ছেন সুস্মিতা। এ হেন ঘরোয়া ছবি সোশ্যাল ওয়ালে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন সুস্মিতা সেন। মা-মেয়ের একান্ত মুহূর্তে এন্ট্রি দিয়েছেন অনুরাগীদেরও।
লকডাউন চলছে। বন্ধ পার্লার। সে কারণে এখন বাড়িতেই রূপচর্চা সেরে নিতে হচ্ছে। তবে প্যানডেমিকের কারণে নয়, আলিশা নাকি তিন বছর বয়স থেকেই হেয়ার ড্রেসার হিসেবে মাকেই পছন্দ করে।
সুস্মিতা লিখেছেন, ‘আমি যে সত্যিই গুরুত্বপূর্ণ, আলিশা মাঝেমধ্যে সে অনুভূতি দেয় আমাকে। ওর তিন বছর বয়স থেকেই আমি ওর পছন্দের হেয়ার ড্রেসার। আমি যদি ওর সব চুলও কেটে ফেলি, ও মেডিটেশন করে যাবে। সত্যিই ওর কনফিডেন্স দেখার মতো।’
আলিশাকে নিয়ে মজা করেছেন সুস্মিতা। আর তাঁদের দু’জনের এই মুহূর্ত ফ্রেমবন্দি করেছেন সুস্মিতার বড় মেয়ে রেনে। যিনি মায়ের মতোই বলিউডে ফিল্মি কেরিয়ার তৈরি করার জন্য প্রস্তুত।
সুস্মিতার জীবনটা প্রথম থেকেই খোলা খাতার মতো। মিস ইউনিভার্সের মুকুট জয়, তারপর সেখান থেকে ফিল্মি জার্নি। সব জায়গাতেই নিজস্ব ছাপ রেখেছেন। ব্যক্তি জীবনেও দুই কন্যা সন্তান রেনে এবং আলিশাকে দত্তক নিয়েছেন। আবার প্রেম গ্রহণ করেছেন খোলা মনে। জীবনের টুকরো মুহূর্তের যে ছবি তিনি শেয়ার করেন, সেখানেও তাঁর লুকনোর মতো কিছু নেই।
আরও পড়ুন, কিয়ার দু’বছরের জন্মদিন, বাড়িতে সেলিব্রেট করলেন কনীনিকা