তাপসী পান্নু, বলিউডের অন্যতম সেলেব যাঁর সঙ্গে পাপারাৎজিদের সম্পর্ক খুব একটা ভাল নয়। কখনও প্রকাশ্যে বচসা, কখনও আবার তাপসীর আচরণে বেজায় ক্ষুব্ধ নেটপাড়া। বর্তমানে তাপসী ব্যস্ত তাঁর আগামী ছবির কাজ নিয়ে। যেখানে শাহরুখ খানের বিপরীতে এই প্রথম কাজ করতে চলেছেন তিনি। ডানকি ছবিতে দেখা যাবে তাপসীকে। বরাবরই তাপসী পান্নু নিজের ব্যক্তি সমীকরণ প্রকাশ্যে আনতে চান না। সে সম্পর্কই হোক কিংবা কোনও বিষয় করা কোনও মন্তব্য, মুখে কুলুপ এঁটে থাকা সেই তাপসীর ব্যবহারে এবার অবাক নেটপাড়া। সম্প্রতি তাঁকে দেখা গেল ডিনার ডেটে। সেখান থেকে বেরনোর সময় পাপারাৎজিরা তাঁকে ঘিরে ধরে, সকলেই তাঁর ছবি তুলতে ব্যস্ত।
সেই সময় গাড়িতে উঠতে যাচ্ছিলেন তাপসী। গাড়ির সামনে থেকে ভিড় সরানোর জন্য অনঢ়গল বলে গেলেন, সরে দাঁড়ান নয়তো বলবেন লেগে গেছে। সরে দাঁড়ার, আমি বলছি সরে দাঁড়ান, নয়তো লেগে যাবে। একই কথা বলতেই থাকেন তাপসী। যা শুনে এক কথায় সকলেই অবাক হয়ে যায়। যদিও কিছুক্ষণের মধ্যেই রাস্তা ফাঁকা করে দেন পাপারাৎজিরা। তারপরই দরজা খুলে গাড়িতে ওঠেন তিনি। এক চিত্রগ্রাহক তখন বলেছিলেন, ধন্যবাদ, আপনি খুব ভাল।
এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই শুরু ট্রোল। একের পর এক কটাক্ষ ধেয়ে আসে তাপসীর উদ্দেশে। কেউ লিখলেন, পরবর্তী জয়া বচ্চন, কেউ আবার লিখলেন, আজ আবার ওভার অ্যাক্টিং। কেউ লিখলেন, বলিউডের ড্রামা কুইন। একের পর এক কটাক্ষের ভাইরাল হল তাপসীর এই রূপ। যদিও তাপসীর ক্ষেত্রের এই বিষয়টা মোটেও নতুন নয়। অতীতেও পাপারাৎজিদের সঙ্গে এহেন আচরণের জন্য তাঁকে রীতিমত চর্চার কেন্দ্রে উঠে আসতে হয়েছে।