১২ কোটি টাকা। সীতা চরিত্রে অভিনয়ের জন্য নাকি পারিশ্রমিক বাবদ ১২ কোটি টাকা দাবি করেছেন করিনা কাপুর খান। সে কারণে তিন সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয় নায়িকাকে। যদিও সে সবের প্রকাশ্যে কোনও উত্তর দেননি করিনা। তবে এই ইস্যুতে করিনার পাশে দাঁড়ালেন তাঁরই সহকর্মী অভিনেত্রী তাপসী পান্নু।
সদ্য এক সাক্ষাৎকারে তাপসী বলেন, “এই পারিশ্রমিক যদি কোনও পুরুষ চাইতেন, তখন বলা হত, ওঁর মার্কেট ভ্যালু বেড়ে গিয়েছে। বিরাট সাফল্য হিসেবে দেখা হত বিষয়টা। যেহেতু একজন মহিলা এই পারিশ্রমিক চাইছেন, সে কারণেই বলা হচ্ছে, অনেক বেশি দাবি করছেন। মহিলারা স্যালারি বেশি চাইলেই খবর হয়, সমস্যা হয়। করিনা এখন দেশের অন্যতম মহিলা সুপারস্টার। উনি যদি এই পারিশ্রমিক চান, সেটা তাঁর বিষয়, তাঁর কাজ। পুরুষ অভিনেতারা তো ফ্রিতে কাজ করছেন না।”
আলুকিক দেশাইয়ের আসন্ন ছবির বিষয় রামায়ণ। সেখানে সীতার চরিত্র অফার করা হয়েছে করিনাকে। সূত্রের খবর, এমনিতে এক একটি ছবির জন্য ছয় থেকে আট কোটি টাকা পারিশ্রমিক নেন করিনা। এক্ষেত্রে প্রায় দ্বিগুণ, সে কারণেই এত আলোচনা হচ্ছে বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা অংশ। যদিও এ সবের কোনও উত্তর এখনও পর্যন্ত প্রকাশ্যে করিনা দেননি।
কিন্তু বলিউডের একটা অংশের মতে, এ ভাবে কাউকে টার্গেট করা উচিত নয়। আর সেলেবরা তো সব সময়ই সফট টার্গেট। অভিনয় করা করিনার পেশা। তার জন্য কত পারিশ্রমিক নেবেন, সেটা তাঁর বিষয়। কার কত পারিশ্রমিক হবে, তা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। আর কোনও চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে তৈরি করে নেন ভাল শিল্পীরা। করিনাও হয়তো সে চেষ্টা করবেন। সেই সুযোগ অন্তত তাঁর পাওয়া উচিত বলে মনে করেন ইন্ডাস্ট্রির একটা অংশ।
আরও পড়ুন, কেমন আছেন নাসিরুদ্দিন? হাসপাতাল থেকে কবে বাড়ি ফিরবেন?