শুটিং করতে গিয়ে আহত হওয়ার ঘটনা অতীতেও ঘটেছে। কখনও স্টান্ট, কখনও আবার সেটে অন্যান্য দুর্ঘটনার জেরে মাঝে মধ্যেই সেলেবেদের আহত হওয়ার খবর সামেন উঠে আসে। সে টাইগার শ্রফ হক বা জন আব্রাহম। অতীতে অমিতাভ বচ্চন কুলির সেটে যেভাবে আহত হয়েছিলেন, তাতে তাঁর প্রাণ প্রায় চলে যাওয়ার উপক্রম ঘটে। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থেকে কঠিন চিকিৎসায় তিনি অবশেষে সুস্থ হয়ে ঘরে ফেরেন। এবার সেই শুটিং সেটেই আহত হলেন টাব্বু। বর্তমানে তিনি অজয় দেবগণের সঙ্গে ভোলা ছবির শুটিং নিয়ে বেজায় ব্যস্ত।
এই ছবিতেই টাব্বুকে একের পর এক স্টান্টে নজর কাড়তে দেখা যাবে। চলছে পুরো দমে শুটিং পর্ব। একটি জঙ্গলের সিক্যুয়েন্সে এবার চোট পেলেন টাব্বু। জঙ্গলের ভেতর দিয়ে ট্রাক চালানোর দৃশ্যের শুটিং চলছিল। পাশ থেকে একটি মোটর বাইক তাঁকে ধাওয়া করেছে। ট্রাকে বসে টাব্বু। এরপরই একটি সংঘর্ষের দৃশ্যে মোটরবাইকের টক্কর। আর সেখানেই ঘটে বিপত্তি। এক জোড়ে অ্যাকশনটি হয় যে কাঁচ ভেঙে ছিটকে আসে টাব্বুর দিকে। সামান্যর জন্য বেঁচে যায় চোখ। তোখের ওপর কাঁচ ঢপকে যায়।
সেটেই মেডিক্যালের ব্যবস্থা ছিল। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় ক্যাম্পে। তবে খুব বড় কোনও বিপদ নয়। বর্তমানে ঠিক আছেন তিনি। সামান্য চোট সারতে সামান্য সময় লাগবে। এই ছবিতেই ভরপুর অ্যাকশনে দেখা যাবে টাব্বুকে। পাশাপাশি অজয় দেবগণও থাকছেন টানটান অ্যাকশন সিক্যুয়েন্সে। ঝড়ের গতিতে ভাইরাল এই খবর। ছবির মুক্তির খবর এখনও সামনে আসেনি। তবে প্রথম থেকেই এই ছবির অ্যাকশন সিক্যুয়েন্স নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। তারই মাঝে এখন খানিক বিরতি। কয়েকদিনের মধ্যেই আবারও শুরু হবে দস্তুর মত ছবির কাজ। টাব্বুর শেষ মুক্তি পাওয়া যবি ভুল ভুলাইয়া ২ বক্স অফিসে হিট। এখন অপেক্ষা আগামীর।