Tabu: এই ধরনের ছবির সুযোগ কম, মহিলাদের কোন চরিত্র প্রসঙ্গে আপেক্ষ তাব্বুর

Bollywood Movie: তবে সত্যি কী আর মুঠো মুঠো এই ধরনের চরিত্র তৈরি হচ্ছে? এই ধরনের চরিত্রের ক্ষেত্রে মেয়েদেরকে মাথায় রাখা হচ্ছে? এবার এমনই প্রশ্ন তুললেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গেল তিনি এমন চরিত্র চাইলেও পাচ্ছেন কোথায়? 

Tabu: এই ধরনের ছবির সুযোগ কম, মহিলাদের কোন চরিত্র প্রসঙ্গে আপেক্ষ তাব্বুর

| Edited By: জয়িতা চন্দ্র

Oct 03, 2023 | 6:21 PM

বলিউড স্টার তাব্বু, প্রতিটা চরিত্রেই যেন তিনি পারফেক্ট। সে কমেডি হোক কিংবা কোনও রহস্য চরিত্র, পুলিশ অফিসার হোক কিংবা রোম্যান্সে ভরপুর কোনও চরিত্র, তাব্বু মানেই তিনি একাই একশো। ঝড়ের গতিতে ভাইরাল তা পর্দায়। কিন্তু কোথাও গিয়ে যেন একশ্রণির দর্শকেরা তাঁকে খুঁজে চলেছেন কমেডি চরিত্রে। তবে সত্যি কী আর মুঠো মুঠো এই ধরনের চরিত্র তৈরি হচ্ছে? এই ধরনের চরিত্রের ক্ষেত্রে মেয়েদেরকে মাথায় রাখা হচ্ছে? এবার এমনই প্রশ্ন তুললেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা গেল তিনি এমন চরিত্র চাইলেও পাচ্ছেন কোথায়?

তাব্বুর কথায়, ‘এই বিষয় বলতে হলে বলব, আমার মনে হয় না এই জ্যঁরে খুব একটা ছবি তৈরি করা হয়। তাই রম্যচিত্রনাট্যের সংখ্যা অন্যান্য ছবির তুলনায় অনেক কম। প্রতিটা অভিনেতারই সুযোগ আসে হাসির ছবিতে কাজ করার। তবে সেই সুযোগটা খুব কম। তাই না! কারণ এই ক্ষেত্রে জায়গা বা সুযোগ খুব কম। আমার এক্ষেত্রে মনে হয় এই ধরনের চরিত্র কি আদপে লেখা হচ্ছে, হলেও তা সিনেমার পর্দায় দেখা যাচ্ছে না।’

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘আমার জানা নেই আমরা কি ইদানিং মহিলাদের কমেডি মজার ছবির ক্ষেত্রে সেভাবে যুক্ত করছি? কারণ আমার মনে হয় এমন অনেক অভিনেত্রী রয়েছেন যাঁরা আপনাদের হাসাতে সাহায্য করবেন, যদিও এমন মানুষ খুব কম আছেন যাঁরা মহিলাদের এমন চরিত্রে যোগ্য মনে করে থাকেন।’ প্রসঙ্গত তাব্বু এখন বলিউডের অন্যতম তুরুপের তাস। তাঁর চরিত্র মানেই এক কথায় হিট। আর সেই হিট লিস্টে থাকা অভিনেত্রীর নজরে কি এবার অন্য ছবি? উঠছে প্রশ্ন।