Saturday Trivia: বড় স্তন, মোটা ঠোঁট নেই; প্রতিভা থাকা সত্ত্বেও ধীরে ধীরে কাজ হাতছাড়া হচ্ছে রাধিকা আপ্তের; চূড়ান্ত সিদ্ধান্তের পথে অভিনেত্রী

Radhika Apte: ক্ষোভ উগড়ে দিয়ে রাধিকা বলেছেন, "আমাকে বলা হয়েছে, ওকে তোমার চেয়ে বেশি সেক্সি দেখতে, ও বেশি বিক্রি হবে।"

Saturday Trivia: বড় স্তন, মোটা ঠোঁট নেই; প্রতিভা থাকা সত্ত্বেও ধীরে ধীরে কাজ হাতছাড়া হচ্ছে রাধিকা আপ্তের; চূড়ান্ত সিদ্ধান্তের পথে অভিনেত্রী
রাধিকা আপ্তে- শুটিং শেটে নগ্ন দৃশ্যের ভিডিয়ো সকলের অলক্ষ্যে ভাইরাল হয়ে যায়। সবটা জেনেও কোনওভাবে তা আটকানো সম্ভবপর হয়ে ওঠেনি। ফলে তা হাতে হাতে ভাইরাল হয়ে যায়।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 11, 2022 | 8:37 AM

তাঁর দর্শক আছে। বাঙালি দর্শক তাঁকে চিনেছিল ‘অন্তহীন’ ছবিতে। অন্য ধরনের ছবিতে অভিনয় করেছেন। তিনি সাহসী দৃশ্যেও অভিনয় করেছেন একাধিকবার। ১৭ বছরের কেরিয়ারে নিজেকে নানা ভাবে মেলে ধরেছেন মারাঠি অভিনেত্রী রাধিকা আপ্তে। কিন্তু ইদানিং সময়টা ভাল যাচ্ছে না রাধিকার। তাঁকে বাদ দেওয়া হয়েছে একটি ছবি থেকে। কারণ জানলে খুবই অবাক হবেন! কারণ হল—প্রত্যাশা অনুযায়ী স্তনের আকার ছোট রাধিকার। তাঁর ঠোঁটও তুলনায় কম ফোলা। এসবই নাকি পর্দায় দেখতে চায় দর্শক। আর অভিনয়? প্রতিভা? উত্তর দর্শকের কাছেই আছে। কথায় আছে, সে সব জিনিসই দর্শকের কাছে তুলে ধরা হয়, যা তারা দেখতে চান। যে কারণে হঠাৎ করেই চেহারায় আমূল পরিবর্তন দেখা যায় কিছু কিছু অভিনেত্রীর। কাউকে দেখা যায় প্লাস্টিক সার্জারি করতে। ঠোঁট, স্তন, নিতম্ব—শো বিজ়ে নিজেকে ভিতর থেকে নয়, বাইরে থেকেও নাকি পাল্টে ফেলাই নিয়ম। রাধিকাও কি সেই পথেই হাঁটবেন? উত্তর সময় বলবে…

এখনও পর্যন্ত অভিনয়তেই নিজেকে ভাল থেকে আরও ভালতে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন রাধিকা আপ্তে। কোনওদিনও প্লাস্টিক সার্জারি করে চেহারা আরও আকর্ষণীয় করার চেষ্টা তিনি করেননি। সেই মাসুলই হয়তো দিতে হচ্ছে অভিনেত্রীকে। তিনি জানিয়েছেন, একটি ছবি থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে, কারণ অন্য অভিনেত্রীদের তাঁর চেয়ে বড় স্তন ও মোটা ঠোঁট রয়েছে।

ক্ষোভ উগড়ে দিয়ে রাধিকা বলেছেন, “আমাকে বলা হয়েছে, ওকে তোমার চেয়ে বেশি সেক্সি দেখতে, ও বেশি বিক্রি হবে। ভাল ছবি ছিল। আমি যে ধরনের মানুষকে সম্মান করি, তাঁরা ছবি তৈরি করছিলেন। কিছু মানুষকে আপনি নিজের আদর্শ ভাবতে শুরু করেন, তাঁদের দেখে শেখার চেষ্টা করেন। ধরেই নেন, যে তাঁরা আপনাকে হতাশাজনক কিছু বলবেন না। কিন্তু তাঁদেরও এই ধরনেরই মানসিকতা। আমার মনে হয় মহিলাদের হাতে ক্ষমতা এলে এগুলো পাল্টাবে ধীরে ধীরে।”