Kangana Ranaut: সে কী! প্রথম দিনে ‘তেজস’-এর আয় শুনলে বিশ্বাসই করবেন না
Kangana Ranaut: বিগত বেশ কিছু বছর ধরে কঙ্গনা রানাওয়াতের হাতে কোনও হিট ছবি নেই। 'থালাইভি' থেকে শুরু করে 'পাঙ্গা' একের পর এক ফ্লপ ছবি দিয়েছেন তিনি। যদিও তা নিয়ে খুব একটা বিচলিত হতে দেখা যায়নি তাঁকে। বরং তাঁর বারেবারেই অভিযোগ ছিল, ষড়যন্ত্রের শিকার তিনি। মোটামুটি হাইপড ছবি 'তেজস' মুক্তি পেয়েছে গতকাল অর্থাৎ শুক্রবার।
বিগত বেশ কিছু বছর ধরে কঙ্গনা রানাওয়াতের হাতে কোনও হিট ছবি নেই। ‘থালাইভি’ থেকে শুরু করে ‘পাঙ্গা’ একের পর এক ফ্লপ ছবি দিয়েছেন তিনি। যদিও তা নিয়ে খুব একটা বিচলিত হতে দেখা যায়নি তাঁকে। বরং তাঁর বারেবারেই অভিযোগ ছিল, ষড়যন্ত্রের শিকার তিনি। মোটামুটি হাইপড ছবি ‘তেজস’ মুক্তি পেয়েছে গতকাল অর্থাৎ শুক্রবার। এ ছবি কেমন পারফর্ম করে তা নিয়ে জল্পনা চলছিলই। কিন্তু প্রথম দিনে রিপোর্ট কার্ড হাতে আসতেই এ কী! কঙ্গনা কি আবারও ‘ফেল’! অন্তত তেমনটাই আশঙ্কা তাঁর ভক্তদের।
রিপোর্ট কার্ড জানাচ্ছে, প্রথম দিনে এই ছবি আয় করেছে এক কোটি ২৫ লক্ষের কাছাকাছি। পিভিআর, আইনক্স ও সিনেপলিস থেকে এসেছে ৮৫ লক্ষের কাছাকাছি। বাকি টাকা এসেছে সিঙ্গল স্ক্রিনগুলি থেকে। সিনেমা হল মালিকরা জানাচ্ছেন ৬০ শতাংশের কাছাকাছি সিনেমা হল ভর্তি ছিল। তবে সমালোচকের ধারণা যে গতিতে তেজস দৌড় শুরু করেছে তাতে কঙ্গনার পাঁচ নম্বর ফ্লপ হওয়ার আশঙ্কা রয়েছে তার।
২০১৯ সাল থেকে কঙ্গনার ফ্লপ জার্নি শুরু হয়েছে। তাঁর ‘ধকড়’ ছবিটি মুক্তি পায় গত বছর। যাতে অভিনয় করেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়ও। ওই ছবি প্রথম দিনে মাত্র ৫৫ লক্ষ আয় করেছিল। অথচ বিগবাজেট ছবি ছিল ওটি। তিনি শেষ হিটটি দিয়েছিলেন ২০১৯ সালে। তাঁর পরিচালিত ও অভিনীত ‘মণিকর্নিকা’ মুক্তি পায় ওই বছর। সুপারহিট না হলেও ওই ছবিকে সেমিহিট বলা চলে। সমালোচকারও যদিও সিনেমা নির্মাণের দিক দিয়ে ‘তেজস’কে খুব একটা বেশি নম্বর দেননি। যদিও আগামী কয়েক দিনে কী হয়ে, হিসেব উল্টে যায় কিনা, তা কেই বা আগে থেকে বলতে পারে?