পুষ্পা ২ ছবিতে এবার বলিউডের যোগ। গত এক বছর ধরে পুষ্পা ২ ছবি নিয়ে ভক্তদের মনে উত্তেজনায় পারদ তুঙ্গে। একের পর এক নতুন আপডেট সামনে এসেছে এই ছবিকে ঘিরে। এবারও তার ব্যতিক্রম হল না। ছবিকে দর্শকমহলে আরও জনপ্রিয় করতে একের পর এক নতুন সংযোজন করা হচ্ছে নিত্যদিন। এবার সামনে এলে বলিউড যোগ। বলিউডের অভিনেতা রণবীর সিং থাকতে চলেছেন পুষ্পা ২ ছবিতে। তাঁর সঙ্গে নাকি এক জমাটি নাচ নাচতে চলেছেন আল্লু আর্জুন। এই দুজনের যুগলবন্দী এবার সকলে নজর কাড়বে বলেই দাবি এক শ্রেণীর। প্রথম পর্বে জনপ্রিয়তাকে মাথায় রেখেই দ্বিতীয় পর্বকে তাঁর চেয়েও জোরদার করে তোলার চেষ্টায় এখন মরিয়া পরিচালক সুকুমার।
দর্শকদের এই ছবি ঘিরে প্রত্যাশা এমন পর্যায়ে গিয়েছে, যেটা রক্ষা করতেই ১০ গুণ বেশি পরিশ্রম করছে পুষ্পার গোটা টিম। ইতিমধ্যেই বেশ কয়েকটি সিকোয়েন্সের শুটিং হয়ে গিয়েছে। বেরিয়েছে ছবি টিজার। সেখানে আল্লু অর্জুনের পুষ্পার লুক দেখে এক কথায় চমকে গিয়েছিলেন ভক্তরা। শোনা যাচ্ছে ছবির ফাইট অ্যাকশন স্টান্ডকে আরও জমাটি করতে ৫০ জন জার্মান স্ট্যান্টম্যানকেও আনা হচ্ছে শুটিংয়ের জন্য। ফলে সব মিলিয়ে এই ছবি এখন সকলের চর্চার কেন্দ্রে। রণবীর সিং-এর নাম এই ছবির সঙ্গে যুক্ত হওয়ায় দর্শকদের মনে উত্তেজনা পারদ আরও তুঙ্গে। আল্লু আর্জুন বরাবরই খুব ভাল ডান্সার। রণবীর সিংও তাই, ফলে দুজনে একসঙ্গে ফ্লোরে নামলে কেমন ধামাকা তৈরি হবে সে আন্দাজ ইতিমধ্যেই করতে পারছেন ভক্তরা। সূত্রের খবর ছবিতে নাকি পুলিশের ভূমিকায় দেখা যাবে রণবীর সিং-কে।
ছবির কাজ চলছে এখন পুরো দমে। বিপরীতে থাকা রশ্মিকা মান্দানার পাঠ এবার নেহাতই কম নয়। আগের থেকে এবার শ্রীবল্লীর চরিত্রকে আরও মজবুত করে রচনা করা হয়েছে। অন্যদিকে ছবির শুটিং লোকেশন নিয়েও অনেক সময় নিয়ে রেইকি করা হয়েছে। সব মিলিয়ে পুষ্পা ছবির কাজ এখন দস্তুর মতো তুঙ্গে।