Jee Le Zaraa: পছন্দ হয়নি চিত্রনাট্য; ‘জি লে জ়ারা’ থেকে সরতে চাইছেন প্রিয়াঙ্কা চোপড়া

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 03, 2023 | 12:58 PM

Hindi Films: বর্তমান প্রজন্মে মহিলাদের গল্পটাও বলতে চেয়েছিলেন ফারহান। ঘোষণার পর থেকেই ছবিকে ঘিরে তৈরি হয়েছিল উন্মাদনা। দর্শকের অপেক্ষা। আর হবে নাই বা কেন, তিন মহিলা চরিত্রের জন্য নির্বাচিত ছিলেন তিন দাপুটে অভিনেত্রী - প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফ। এর আগে ক্যাটরিনা এবং প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করেছিলেন ফারহান। আলিয়া ছিলেন নতুন সংযোজন।

Jee Le Zaraa: পছন্দ হয়নি চিত্রনাট্য; জি লে জ়ারা থেকে সরতে চাইছেন প্রিয়াঙ্কা চোপড়া
'জি লে জ়ারা'

Follow Us

২০২১ সালে ঘোষণা করা হয়, তৈরি হবে হিন্দি ভাষায় তৈরি ‘জি লে জ়ারা’ ছবিটি। ফারহান আখতারের ছবি। তাতে অভিনয় করবেন আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ এবং প্রিয়াঙ্কা চোপড়া। অনেকটা ‘দিল চাহতা হ্যায়’-এর মতো হবে সেই ছবি। তাতে ছিলেন তিন পুরুষ অভিনেতা – আমির খান, সইফ আলি খান এবং অক্ষয় খান্না। পুরুষদের বন্ধুত্ব নিয়ে ছিল চিত্রনাট্য। বর্তমান প্রজন্মে মহিলাদের গল্পটাও বলতে চেয়েছিলেন ফারহান। ঘোষণার পর থেকেই ছবিকে ঘিরে তৈরি হয়েছিল উন্মাদনা। দর্শকের অপেক্ষা। আর হবে নাই বা কেন, তিন মহিলা চরিত্রের জন্য নির্বাচিত ছিলেন তিন দাপুটে অভিনেত্রী – প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফ। এর আগে ক্যাটরিনা এবং প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করেছিলেন ফারহান। আলিয়া ছিলেন নতুন সংযোজন। কিন্তু ২ বছর পরও ছবির শুটিং শুরু হল না। নিককে বিয়ে করে প্রিয়াঙ্কা চলে গেলেন মার্কিন মুলুকে। ক্যাটরিনার বিয়ে হয়ে গেল। আলিয়া জন্ম দিলেন মেয়ের। কিন্তু এখন শোনা যাচ্ছে, আরও কিছু সমস্যা তৈরি হয়েছে এই ছবিকে ঘিরে।

যেমন, তুতো বোন পরিণীতি চোপড়ার বিয়ের সময় ভারতে আসার কথা ছিল প্রিয়াঙ্কার। এসে ছবিতে সই করার কথা ছিল তাঁর। তিনি তা করেননি। বোনের বিয়েতেই আসেননি। ফারহান যদিও জানিয়েছেন, তিন অভিনেত্রীর ডেট পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে। প্রিয়াঙ্কা নাকি ডেট দিতে পারছেন না। কিন্তু সূত্র বলছেন, প্রিয়াঙ্কার নাকি পছন্দ হয়নি চিত্রনাট্য এবং তিনি ছবি থেকে সরে এসেছেন।

সূত্র এও জানাচ্ছে, ছবির শুটিং শুরু হতে আরও অনেক সময় লাগতে পারে। হয়তো ২০২৫-এ শুরু হবে ‘জি লে জ়ারা’র শুটিং।

Next Article