কেমন স্বামী রণবীর কাপুর? তা ‘কফি উইথ করণ’-এর সিজ়ন ৮-এ এসেই খোলসা করেছিলেন আলিয়া ভাট। আলিয়ার লিপস্টিক ভিডিয়ো প্রকাশ্যে আসার পর (যে ভিডিয়োতে আলিয়া জানিয়েছিলেন ঠোঁটে লিপস্টিক লাগালে মুছে ফেলার হুকুম করেন রণবীর) রণবীরকে সকলে ‘টক্সিক’ হিসেবে দাগিয়ে দিয়েছিলেন। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে আলিয়া বলেছিলেন, রণবীর টক্সিক নন একেবারেই। বরং তিনি ঠিক এর উল্টো। ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘অ্যানিম্যাল’ ছবিটি। তাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। বাবা-ছেলে সম্পর্ককে ঘিরে এই ছবির গল্প। ছবিতে ‘আলফা মেল’ বিষয়টিকে তুলে ধরেছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ছবিতে হিংসা রয়েছে প্রচুর। পুরুষের হিংসাত্মক রূপ দেখানো হয়েছে। রয়েছেন নির্বাক খলনায়ক ববি দেওল। এই ছবি দেখে কী প্রতিক্রিয়া রণবীর-জায়া আলিয়া ভাটের?
‘অ্যানিম্যাল’-এ এক ভয়াল রূপ ফুটে উঠেছে ইন্ডাস্ট্রির একদা ‘চকলেট বয়’ রণবীর কাপুরের। তাঁকে দেখে শিউরে উঠেছেন দর্শক। এমন এক পুরুষের চরিত্রে অভিনয় করেছেন রণবীর, যে তার বাবাকে ভীষণই ভালবাসে। প্রতিশোধের গল্প বলেছেন ‘অ্যানিম্যাল’। ছবিটি দেখে আলিয়া প্রতিক্রিয়া জানিয়েছেন সংবাদমাধ্যমে। একটি কথাই বলেছেন তিনি, ‘খতরনাক’।
কিন্তু ব্যক্তিজীবনে রণবীর একেবারেই খতরনাক নন। তিনি খুবই দায়িত্ববান। এক বছর আগে বাবা হয়েছেন। কন্যা রাহা কাপুরের খুব খেয়াল রাখেন। রণবীরকে সেরা বাবা এবং সেরা জামাইয়ের তকমা দিয়েছে আলিয়ার পরিবারও। যে কাপুর পরিবারে বিয়ের পর কাজ করা নিষিদ্ধ মহিলাদের, সেখানে আলিয়া চুটিয়ে কাজ করছেন। কেবল কাজ করছেন, তা নয়। রীতিমতো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করছেন তিনি। তাঁর বাবা ঋষি কাপুরের মৃত্যুর পর মা নিতু কাপুরও কাজ করছেন। এবং মায়ের নতুন কাজ করাকে আরও বেশি প্রশ্রয় দিচ্ছেন রণবীর। তিনি কখনওই খতরনাক হতে পারেন না। সকল পরিবারের কাছে তিনি খুবই মিষ্টি একজন মানুষ। তাঁদের কথায় ‘ভোলাভালা’।