Deepika-Ranveer: রণবীরের সামনেই অন্য পুরুষের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার দীপিকার; মনে রাখার মতো প্রতিক্রিয়া স্বামীর

Deepika-Ranveer: বরাবরই দীপিকার জন্য প্রাণ উচাটন রণবীরের। তিনি চিরকালই 'প্রেমে পাগল' প্রিয় 'দিপু'র জন্য। প্রকাশ্যেও সেই কথা স্বীকার করেছেন একাধিকবার। দীপিকাকে ঘরের লক্ষ্মী মনে করেন রণবীর সিং। তাঁর সমস্ত শুটিংয়ে যান। একসঙ্গে বিশ্বভ্রমণেও বেরিয়ে পড়েন। এবার রণবীরকে সামনে রেখেই এমন কিছু বললেন দীপিকা, যা শুনে তাঁর দিকে মন্ত্রমুগ্ধ চাহনিতে চেয়ে ছিলেন পর্দার 'বাজিরাও'।

Deepika-Ranveer: রণবীরের সামনেই অন্য পুরুষের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার দীপিকার; মনে রাখার মতো প্রতিক্রিয়া স্বামীর
প্রথম পর্বে দেখা গিয়েছিল দেব বলে একটি চরিত্রকে। যেখানে তাঁর স্ত্রী হিসেবে যাঁর ঝলক মিলেছিল, অনেকেরই অনুমান ছিল তিনি দীপিকা পাড়ুকোন।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2023 | 12:32 PM

৫ বছর আগে বিয়ে করেছিলেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। লুকিয়ে করেছিলেন বিয়ে। এবং সেই বিয়ে সম্পর্কে খুব কম তথ্য পাওয়া গিয়েছিল সেই সময়। তার প্রধানতম কারণ রণবীর এবং দীপিকা ভারতে নয়, সাত পাক ঘুরতে পাড়ি দিয়েছিলেন বিদেশের মাটিতে। ইতালির লেক কোমোতে বিয়ে সেরেছিলেন তারকা দম্পতি।

বরাবরই দীপিকার জন্য প্রাণ উচাটন রণবীরের। তিনি চিরকালই ‘প্রেমে পাগল’ প্রিয় ‘দিপু’র জন্য। প্রকাশ্যেও সেই কথা স্বীকার করেছেন একাধিকবার। দীপিকাকে ঘরের লক্ষ্মী মনে করেন রণবীর সিং। তাঁর সমস্ত শুটিংয়ে যান। একসঙ্গে বিশ্বভ্রমণেও বেরিয়ে পড়েন। এবার রণবীরকে সামনে রেখেই এমন কিছু বললেন দীপিকা, যা শুনে তাঁর দিকে মন্ত্রমুগ্ধ চাহনিতে চেয়ে ছিলেন পর্দার ‘বাজিরাও’।

‘কফি উইথ করণ’-এর একটি সিজ়নের একটি এপিসোডে রণবীরের হাতে হাত রেখে দীপিকা বলেছিলেন, “আমি অনেক পুরুষের সঙ্গে মিশেছি। কিন্তু যতই মিশি না কেন, মন থেকে আমি ওর (রণবীর সিং) প্রতি ‘কমিটেড’ থেকেছি।” দীপিকা এই কথাগুলো যখন বলছিলেন তাঁর দিকে ‘হা’ করে চেয়েছিলেন রণবীর। সেই চাহনি দেখে কমেন্টের বন্যা নেটপাড়ায়। ‘কফি উইথ করণ’-এর সেই একই সিজ়নে রণবীর মুখ খুলেছিলেন অনুষ্কা শর্মার ব্যাপারে। দীপিকার সামনেই তিনি বলেছিলেন, অনুষ্কাকে কতখানি পছন্দ করতেন তিনি। তাঁর এবং অনুষ্কার প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল একটা সময়।

কিছুদিন আগেও রণবীর-দীপিকার বিবাহবিচ্ছেদ নিয়ে নানা কথা শোনা যায়। দীপিকা নাকি তাঁর বিয়ের আঙটি খুলে রেখেছিলেন এবং ইত্যাদি। কিন্তু তা যে সঠিক খবর নয়, তা জানা যায় পরবর্তীকালে।