রণবীর কাপুর তাঁর যৌন জীবন নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোতে। সেই শোতে রণবীরের প্রাক্তন প্রেমিকা দীপিকা পাড়ুকোনের স্বামী রণবীর সিংও হাজির ছিলেন। আলোচনার মধ্যে উঠে এসেছে রণবীরের পর্নোগ্রাফি দেখার বিষয়। রণবীর কি ব্লু ফিল্ম দেখতে পছন্দ করেন? এমন একটি প্রশ্ন তাঁকে করেছিলেন করণ। এবং উত্তর যা দিয়েছিলেন রণবীর, তা শুনে করণ তো বটেই, পাশে বসে থাকা রণবীরর সিংও চমকে উঠেছিলেন।
রণবীর বলেছিলেন, “পর্নোগ্রাফি কিংবা ব্লু ফিল্ম দেখা অত্যন্ত খারাপ। বিষয়টি কালো। বিষয়টির মধ্যে ভায়োলেন্স (হিংসা) রয়েছে। এবং তা মস্তিষ্কে কুপ্রভাব ফেলে। যৌনজীবন নষ্ট করে দেওয়া জন্য ব্লু ফিল্ম যথেষ্ট।”
এই কথা শুনে, করণ তাঁকে জিজ্ঞেস করেছিলেন, রণবীর জাপানিজ় পর্নোগ্রাফি দেখেন কি না। কারণ সেখানে মাত্রাতিরিক্ত হিংসা দেখানো হয়। তাঁদের কথার মাঝখানে ঢুকে রণবীর লিং বলেছিলেন, “রণবীর কাপুর নিশ্চয়ই ভুল ধরনের ব্লু ফিল্ম দেখছেন”। হাসাহাসির মধ্যে রণবীরকে তিনি এটাও জিজ্ঞেস করেছিলেন, শেষ কবে অ্যাডাল্ট ফিল্ম দেখেছেন তিনি। উত্তরের রণবীর বলেছিলেন, “গতকাল রাতেই”। এবং এও বলেছিলেন, “যে থালায় আমি খাই, সেই থালাতেই থুতু দেওয়ার মতো ঘটনা, তাই না”।
দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের মতো বলিউড তারকাদের সঙ্গে সম্পর্কে থাকার পর, দীর্ঘ পাঁচ বছর আলিয়া ভাটের সঙ্গে সম্পর্ক ছিলেন রণবীর কাপুর। ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন তাঁরা। বিয়ের প্রথম বছরই জন্ম হয় তাঁদের একমাত্র সন্তান কন্যা রাহা কাপুর। সম্প্রতি কন্যা রাহাকে নিয়েই মেতে রয়েছেন রণবীর। তাঁর নামে ট্যাটু করিয়েছেন কাঁধে। কন্যা ছাড়া আর কোনও কিছুই এখন গুরুত্ব পাচ্ছে না অভিনেতার জীবনে। ১ ডিসেম্বর মুক্তি পাবে ‘অ্যানিম্যাল’। সেই ছবিতে রণবীরকে দেখা যাবে এক হিংসাত্মক অবতারে। বাবা এবং ছেলের সম্পর্ক নিয়ে তৈরি এই ছবি। রণবীরের বাবার চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর এবং তাঁর প্রেমিকার চরিত্রের রশ্মিকা মন্দানা।