Shahrukh Khan: স্কুলে ফিরে গেলেন শাহরুখ; দরোয়ান-গেটকিপাররা কী করবেন তারপর?

Shahrukh Khan at School: দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে পড়তেন শাহরুখ খান। সেই স্কুলের ছাত্র ছিলেন বরাবর। ক্লাসে প্রথম-দ্বিতীয়-তৃতীয় স্থান দখন করতে নীতিমতো। বিখ্যাত হওয়ার পর স্কুলে প্রায়শই চলে যেতেন কিং খান। বিশেষ করে যেতেন ছুটির দিনগুলোয়, যখন ক্লাস চলত না। স্কুলের আবাসিককর্মীরা শাহরুখকে দেখে দৌড়ে আসতেন। সেরকমই একটি ভিডিয়ো নেট দুনিয়ার ভাইরাল হয়েছে ভীষণরকম।

Shahrukh Khan: স্কুলে ফিরে গেলেন শাহরুখ; দরোয়ান-গেটকিপাররা কী করবেন তারপর?
শাহরুখ খান।

| Edited By: Sneha Sengupta

Nov 10, 2023 | 1:25 PM

২০২৩ সাল শাহরুখ খানের জীবনে উল্লেখযোগ্য বছর। এ বছর পরপর মুক্তি পেয়েছে শাহরুখ খানের দুটি ছবি ‘পাঠান’ এবং ‘জওয়ান’। দুটি ছবি ব্লকবাস্টার হিট। দুর্দান্ত পারফর্ম করেছে বক্স অফিসে। তারপর থেকেই শাহরুখ খান ফের ভাইরাল হতে শুরু করেছেন বরাবরের মতো। সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে তাঁর পুরনো ভিডিয়ো, সাক্ষাৎকারের মুহূর্ত এবং কিছু উল্লেখযোগ্য মতামত। তেমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, যেখানে শাহরুখ খানের সারল্যে মন ছুঁয়েছে তাঁর ভক্তদের।

দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে পড়তেন শাহরুখ খান। সেই স্কুলের ছাত্র ছিলেন বরাবর। ক্লাসে প্রথম-দ্বিতীয়-তৃতীয় স্থান দখন করতে নীতিমতো। বিখ্যাত হওয়ার পর স্কুলে প্রায়শই চলে যেতেন কিং খান। বিশেষ করে যেতেন ছুটির দিনগুলোয়, যখন ক্লাস চলত না। স্কুলের আবাসিককর্মীরা শাহরুখকে দেখে দৌড়ে আসতেন। সেরকমই একটি ভিডিয়ো নেট দুনিয়ার ভাইরাল হয়েছে ভীষণরকম।

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে সাদা শার্ট পরে বছর ৩০শের শাহরুখ প্রবেশ করছেন স্কুলে। ধোকামাত্রই একটি ছোট্ট ছেলে তাঁকে দেখে চিনতে পারেন। হাসতে শুরু করে দেয়। তারপর শাহরুখ বলতে থাকেন, আমি তাঁদের সঙ্গে দেখা করব, যাঁরা আমাকে এই স্কুলে ছোট থেকে দেখেছেন। স্কুলের দারোয়ান, সুইপার ঘরের সামনে গিয়ে দাঁড়ান শাহরুখ। সুপারস্টারকে চোখের সামনে দেখে ছুট্টে আসেন তাঁরা। শাহরুখের সঙ্গে করমর্দন করতে থাকেন। তাঁকে বোঝাতে থাকেন, তাঁকে পাশে পেয়ে কতটা আনন্দ পেয়েছেন।

কিছুদিন আগেই জন্মদিনে (২ নভেম্বর) বড়সড় জলসা বসেছিল শাহরুখ খানের বিলাশবহুল বাংলো মন্নতে। মাঝরাতে বাড়ির সামনে ভিড় করেছিলেন অগুণতি ভক্ত। মধ্যরাতেই তাঁদের দেখে ব্যালকনি থেকে হাত নেড়েছিলেন শাহরুখ। বছর শেষে মুক্তি পাচ্ছে তাঁর এ বছরের তৃতীয় ছবি ‘ডানকি’। এই ছবিকে ঘিরে উচ্ছাস সর্বত্র। ২২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।