Shahrukh Khan: ‘মহিলা হতে চান?’, প্রশ্ন শুনে যা বলেছিলেন শাহরুখ, সকলেরই মাথায় হাত

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 23, 2023 | 8:30 PM

If Shahrukh was a Woman: মহিলাদের অসম্ভব সম্মান করেন শাহরুখ খান। কোনও মহিলার শাড়ি মেঝেতে লুটিয়ে পড়লে, তা তুলে নেন তিনি। কোনও মহিলার পা থেকে জুতো খুলে গেলে, পরিয়ে দেন অবিলম্বে। সম্প্রতি ক্রিকেট বিশ্বকাপ দেখতে গিয়ে আশা ভোঁসলের পাশে বসে ছিলেন শাহরুখ। তাঁর চায়ের কাপ নিজে গিয়ে রেখে এসেছেন। মহিলাদের প্রতি আলাদাভাবে যত্নবান কিং খান। যা দেখে তাঁর মহিলা অনুরাগীর সংখ্যা দিন-দিন বেড়েই চলেছে।

Shahrukh Khan: মহিলা হতে চান?, প্রশ্ন শুনে যা বলেছিলেন শাহরুখ, সকলেরই মাথায় হাত
শাহরুখ খান।

Follow Us

২০২৩ সালটা শাহরুখ খানের। তাঁর বহুদিনের ইচ্ছে, অ্যাকশন হিরো হিসেবে নিজেকে প্রতিপন্ন করবেন। ২০২৩ সাল তাঁর সেই স্বপ্নপূরণ কয়েছে। ‘জওয়ান’ এবং ‘পাঠান’ ছবির হাত ধরে অ্যাকশন দুনিয়ায় নাম লিখিয়েছেন শাহরুখ। এবং সেখানে পাশও করেছেন তিনি। তারপর থেকেই শাহরুখ খানের পুরনো ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ভীষণভাবে। সেরকমই একটি ভিডিয়োতে কিং খানকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি মহিলা হতে চান কি না।

মহিলাদের অসম্ভব সম্মান করেন শাহরুখ খান। কোনও মহিলার শাড়ি মেঝেতে লুটিয়ে পড়লে, তা তুলে নেন তিনি। কোনও মহিলার পা থেকে জুতো খুলে গেলে, পরিয়ে দেন অবিলম্বে। সম্প্রতি ক্রিকেট বিশ্বকাপ দেখতে গিয়ে আশা ভোঁসলের পাশে বসে ছিলেন শাহরুখ। তাঁর চায়ের কাপ নিজে গিয়ে রেখে এসেছেন। মহিলাদের প্রতি আলাদাভাবে যত্নবান কিং খান। যা দেখে তাঁর মহিলা অনুরাগীর সংখ্যা দিন-দিন বেড়েই চলেছে।

শাহরুখ খান কি মহিলা হতে চান? একবার এক সাক্ষাৎকারে এমনই একটি প্রশ্ন করা হয়েছিল কিং খানকে। উত্তরের লাজুক হেসে কিং খান বলেছিলেন, “মহিলা হয়ে জন্ম নেওয়ার ক্ষমতাই নেই আমার। মহিলাদের আত্মত্যাগ, তাঁদের সাহস, তাঁদের নিঃস্বার্থ ভালোবাসার ক্ষমতা–কোনওটারই ধারকাছ দিয়ে যাই না আমি। তাই ইচ্ছা থাকলেও মহিলা হওয়া সাহসে কুলবে না আমার।”

Next Article