একের পর এক ছবি এখন অক্ষয় কুমারের পাইপলাইনে। ঝড়ের গতিতে ভাইরাল অন্যদিকে টাইগার শ্রফ। দুই স্টারের দাপটে ২০২৩-এ আসতে চলেছে অ্যাকশন ভরপুর ছবি।
বড়ে মিঞা ছোটে মিঞা, তবে না, আগের ছবির সঙ্গে মিল খুঁজতে গেলে বেজায় সমস্যায় পড়তে হবে। কারণ এই ছবির আদ্যপান্ত জুড়ে কেবলই রয়েছে অ্যাশন ভরপুর দৃশ্য।
কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ছবির টিজার। যার পরতে-পরতে নজরে এসেছে টানটান উত্তেজনা। যা দেখা মাত্রই চমকে গিয়েছিল ভক্তরা। একই ফ্রেমে এবার জোট বাঁধছেন টাইগার ও অক্ষয় কুমার।
একসময় বলিউডে অ্যাশকন হিরো মানেই একটাই নাম সবার আগে উঠে আসতে দেখা যেত, তিনি হলেন অক্ষয় কুমার। এবার তাঁরই সঙ্গে বর্তমানে অ্যাশকন প্যাক টাইগারের জোট।
দুই মিলিয়ে মোচের ওপর বড়ে মিঞা ছোটে মিঞা ছবির জন্য চার্জ করতে চলেছেন ২০০ কোটি টাকার বেশি পারিশ্রমিক। যেখানে ছবির মোট বাজেট ৩০০ কোটি টাকা।
শাহরুখ খানের পছন্দের মন্নতেরই দাম ২০০ কোটি টাকা। যা কিনতে দীর্ঘদিন পরিশ্রম করতে হয়েছে কিং খানকে। সেই পরিমাণ অর্থই একটা ছবি করেই পকেটে পুরছেন এই দুই স্টার যৌথভাবে।
খবর সামনে আসতেই অবাক ভক্তরা। সম্ভাব্য এই ছবি শুটিং হতে চলেছে লন্ডনে। শীঘ্রই ছবির কাজে হাত দেবে দুই স্টার। তবে বলিউডে এটাই সম্ভাব্য সর্বাধিক পারিশ্রমিক হবেন।