Tiger Shroff Viral Video: গাড়ি করার সময় নেই টাইগারের, শুটিং সেটে সঠিক সময় পৌঁছতে শেষে এ কী করলেন অ্যাকশন হিরো

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Feb 12, 2023 | 3:30 PM

Viral Video: ভিডিয়ো শেয়ার করা মাত্রই ঘুম উড়ল টাইগার ভক্তদের। সঠিক সময় সেটে পৌঁছনোর জন্য গাড়িতে আর ভরসা রাখলেন না তিনি।

Tiger Shroff Viral Video: গাড়ি করার সময় নেই টাইগারের, শুটিং সেটে সঠিক সময় পৌঁছতে শেষে এ কী করলেন অ্যাকশন হিরো

Follow Us

টাইগার শ্রফ (Tiger Shroff) বর্তমানে ব্যস্ত রয়েছেন বড়ে মিঞা ছোটে মিঞা ছবির শুটিং-এ ব্যস্ত এখন টাইগার শ্রফ। প্রথম থেকেই সিনেদুনিয়ায় নিজের এক বিশেষ পরিচিতি তৈরি করেছেন তাঁর লুক ও স্টান্টকে কেন্দ্র করে। পারফেক্ট বডি, বোল্ড লুক সঙ্গে মার্শাল আর্টের দাপটেই যেন সমসাময়িক স্টারেরা এক কথায় কুপোকাত করে থাকেন তিনি। অক্ষয় কুমার (Akshay Kumar) থেকে শুরু করে হৃত্বিক রোশন, পর্দা যাঁরা টানটান অ্যাকশন করে দর্শকদের মন জয় করে এসেছেন এতদিন যাবত, তাঁদের তালিকাতেই নতুন সংযোজন হয়ে বলিউডে ডেবিউ করেছিলেন টাইগার শ্রফ। গায়ে লেগেছিল নেপোটিজমের তকমা। তবে একটা কথা স্পষ্ট করে দিয়েছিলেন টাইগার শ্রফ, তাঁর গায়ে স্বজনপোষনের তকমা লেগে থাকলেও তিনি সেই বিষয় কোনও বাড়তি সুযোগ নেননি। প্রথম থেকেই নানান ধরনের ছবি করে, স্ট্রাগেল করে তবেই তাঁকে উঠতে হয়েছে। বর্তমানে টাইগারের কথায়, তাঁর জীবনের বড় ব্রেকই দিয়েছিলেন করণ জোহর (Karan Johan)। স্টুডেন্ট অব দ্য ইয়ার ২ ছবি করার পরই পাল্টে যায় তাঁর কেরিয়ার গ্রাফ।

টাইগার শ্রফ মানেই ডান্স থেকে শুরু করে পর্দায় টানটান অ্যাকশন। ওয়ার হোক বা বাঘি সিরিজ়, পরপর ছবিতে তাঁর বোল্ড অ্যাকশনই সকলের নজর কাড়ে। তাঁরই এবার আরও এক সিক্রেট ফাঁস হল নেটপাড়ায়। শুটিং সেটে যাওয়ার তাড়া, কীভাবে পৌঁছবেন টাইগার? এবার নয়া কৌশল, স্কেটিং করে ভিড় রাস্তার মধ্যে দিয়ে ঝড়ের গতিতে এগিয়ে চলেছেন তিনি। খোলা শার্টে বডি ক্যামেরার ফোকাশে।

ভিডিয়ো শেয়ার করা মাত্রই ঘুম উড়ল টাইগার ভক্তদের। সঠিক সময় সেটে পৌঁছনোর জন্য গাড়িতে আর ভরসা রাখলেন না তিনি। এভাবে ওয়ার্কআউট করতে করতেই তিনি পৌঁছে যান সেটে। টাইগার শ্রফের এই ভিডিয়ো দেখা মাত্রই লাইকে ভরে গেল সোশ্যাল পোস্ট। শরীরচর্চার কোনও খামতি রাখেন না তিনি, তা আরও একবার প্রমাণ করল এই ভিডিয়ো।

Next Article