
এপ্রিলে হঠাৎ বিয়ে করে ফেলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। জুনের ২৭ তারিখ জানা যায় প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন তাঁরা। নার্সিং হোমের বেড থেকে ছবি পোস্ট করেছেন আলিয়া। সামনে খোলা রয়েছে মনিটর। যে মনিটরে গর্ভের সন্তানের চলাফেরা দেখা যায়। বিয়ের মাস দু-একের মধ্যেই রণবীর-আলিয়ার বাবা-মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই খুশির বন্যা অনুরাগী মহলে। কেউ কেউ আবার অবাক হয়ে বলছেন, ‘এত তাড়াতাড়ি’। আলিয়া ভাটের কেরিয়ার দেখলেই বোঝা যায়, কোনও কাজই সময় নষ্ট করেন তিনি। সঠিক সময়ে কেরিয়ারে আসা, সঠিক সময়ে বিয়ে ও এখন সন্তান ধারণ। তবে এই সুসংবাদে আবেগে ভাসছে গোটা কাপুর ও ভাট পরিবার।
একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছিলেন তিনি সন্তানের নাম ট্যাটু করাতে চান। বলেছিলেন, “আমি ৮ সংখ্যা ট্যাটু করাব না হলে করাব আমার সন্তানের নাম।”
বাবা ঋষি কাপুরের শেষ অভিনীত ছবি ‘শর্মাজি নমকিন’-এর প্রচারে রণবীর আভাস দিয়েছিলেন তিনি তাড়াতাড়ি আলিয়াকে বিয়ে করতে চলেছেন। তারপর কিছুদিনের মধ্যেই জানা যায় তিনি বিয়ে করছেন আলিয়াকে। সামনেই মুক্তি পেতে চলেছেন রণবীরের ‘শমশেরা’। সেই ছবির প্রচারে গিয়ে রণবীর বলেছেন, “আমাকে পরিবার তৈরি করতে হবে। তাই অনেক কাজ করতে হবে। আগে আমি নিজের জন্যই কাজ করছিলাম। এখন দায়িত্ব বেড়ে গিয়েছে। সুতরাং, অনেক কাজ করতে হবে আমাকে।”
বিয়ের পরপরই সন্তান ধারণের খবর শুনে অনেকেই মনে করছেন বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়েছিলেন আলিয়া। সেই কারণেই তিনি বিয়ে করে ফেলেন রণবীরের সঙ্গে। শোনা যাচ্ছে, এক মাস আগেই নাকি তাঁরা সুসংবাদ জানাতে চেয়েছিলেন। একটি মিষ্টি বাচ্চাকে তোলে নিয়ে রণবীরের ছবি এখন নেটমাধ্যমে ভাইরাল।