মায়ের দেওয়া ডাকনামগুলো বেশ মজাদার। মা শিল্পাকে ডাকেন ‘বাবুচা’ ও ‘হানিবাঞ্চ’ দুই নামে।
মা সুনন্দা শেট্টি সেলিব্রেটেড মডেলই ছিলেন না। বলিউড ছবি ‘দ্য ডিজাইয়ার: এ জার্নি অফ এ উওম্যান’ ছবির প্রযোজকও তিনি।
মাত্র ১৮ বছর বয়সে বলি ডেবিউ। ছবির নাম ‘বাজিগর’। বিপীতে শাহরুখ খান। ছবিতে ছিলেন কাজলও।
‘ফির মিলেঙ্গে’ ছবিতে অভিনয় করে প্রাপ্ত অর্থ পুরোটাই এইচআইভি পজিটিভ রোগীদের জন্য এইডস চ্যারিটিতে দান করেন শিল্পা।
মাধুরী-রানি কিংবা হেমা মালিনীর মতো শিল্পা শেট্টিও একজন প্রশিক্ষণপ্রাপ্ত ভারতনাট্যম নৃত্যশিল্পী।
যোগ ব্যায়ামে আপাতত মন দিয়েছেন শিল্পা, কিন্তু ছোটবেলায় তিনি ছিলেন স্কুলের ক্যাপটেন, একজন ভলিবল প্লেয়ার এবং ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত ছাত্রী।
বাবাকে সাহায্য করতে এগিয়ে এলেন মা। কাজ করতে শুরু করেন দোকানে আবার কখনও বা কারখানায়। রাজের ছোটবেলা কেটেছে অর্থকষ্টে।
ছটি ভাষা মুখস্থ শিল্পার। হিন্দি, ইংরেজি, টুলু, মারাঠি, তামিল ও তেলগু।
পর্ন কাণ্ডে হঠাৎ করেই রাজ কুন্দ্রার নাম শিরোনামে। বিতর্কে যোগ হয়েছে স্ত্রী শিল্পা শেট্টির নাম। মুম্বই পুলিশ জানিয়েছে যেহেতু রাজের যে সংস্থা পর্ন তৈরি করত, সেই সংস্থার সঙ্গে শিল্পার প্রত্যক্ষ যোগাযোগ নেই তাই এখনই অভিনেত্রীকে সমন পাঠানো হবে না। ছোটবেলা থেকে দারিদ্যকে ঘৃণা করা রাজ নিজের পায়ে দাঁড়িয়েছিলেন। তাঁর আয় আকাশছোঁয়া। অন্যদিকে কম যান না শিল্পাও। স্পা থেকে রেস্তরাঁ, প্রযোজনা সংস্থা... একাধিক সাইড বিজনেস রয়েছে তাঁর। সেগুলো ঠিক কী কী? আসুন দেখে নেওয়া যাক...