Urmila Matondkar: করোনা আক্রান্ত ঊর্মিলা মাতন্ডকর, সতর্ক করলেন অনুরাগীদের

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Nov 01, 2021 | 11:47 AM

Urmila Matondkar: ঊর্মিলা টুইট করেছেন, ‘আমার করোনা পজিটিভ। ভাল আছি। হোম কোয়ারেন্টাইনে রয়েছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’

Urmila Matondkar: করোনা আক্রান্ত ঊর্মিলা মাতন্ডকর, সতর্ক করলেন অনুরাগীদের
ঊর্মিলা মাতন্ডকর।

Follow Us

করোনা আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। গতকাল অর্থাৎ রবিবার তিনি করোনা পজিটিভ হওয়ার খবর প্রকাশ্যে জানিয়েছেন। রিপোর্ট হাতে আসার সঙ্গে সঙ্গেই কোয়ারেন্টাইনে চলে গিয়েছেন ঊর্মিলা। বাড়িতেই রয়েছেন তিনি। গত কয়েকদিনে যাঁদের সঙ্গে তাঁর দেখা হয়েছে, সকলকে সতর্ক করে দিয়েছেন তিনি। করোনা পরীক্ষা করে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

ঊর্মিলা টুইট করেছেন, ‘আমার করোনা পজিটিভ। ভাল আছি। হোম কোয়ারেন্টাইনে রয়েছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি। পাশাপাশি সকলকে অনুরোধ করছি, দিওয়ালি আসছে নিজেকে সাবধানে রাখুন। তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।’

মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর বলিউডের বড় অংশ শাহরুখের পাশে দাঁড়িয়েছিলেন। ঊর্মিলাও ব্যতিক্রম নন। তবে আরিয়ান জামিন পাওয়ার পর তিনি টুইট করেন। তিনি লেখেন, ‘কঠিন সময়েই আসল মানুষের চরিত্র বোঝা যায়। কঠিন সময়ে শাহরুখ যে শক্তি, যে অভিজ্ঞতা সম্পন্ন ব্যবহার করেছেন, তাতে আমি আপ্লুত। তোমাকে সহকর্মী হিসেবে পেয়ে আমি গর্বিত। তুমি সেরা। অনেক ভালবাসা। ঈশ্বর আশীর্বাদ করুন।’

অন্যদিকে করোনার গ্রাফ ফের ঊর্দ্ধমুখী। সারা দেশেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। উৎসবের মরসুম এখনও শেষ হয়নি। উৎসবে গা ভাসিয়ে কোনও রকম করোনা বিধি না পালনের নজির দেখিয়েছেন অধিকাংশ মানুষ। সেই ভুলের মাসুল দিতে হচ্ছে। দুর্গাপুজোর সময় লাগামছাড়া ভিড় দেখে আতঙ্কের প্রহর গুনছিলেন বিশেষজ্ঞমহল। সারা দেশের মতো বাংলাতেও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। উৎসবের মরসুম এখনও শেষ হয়নি। কালীপুজো আসছে। চালু হয়েছে লোকাল ট্রেন। চলতি মাসেই খুলে যাবে স্কুল, কলেজের মতো শিক্ষাপ্রতিষ্ঠান। সব মিলিয়ে আতঙ্কের পরিস্থিতি কতটা সামলানো সম্ভব হবে তা নিয়ে এখনই চিন্তিত চিকিৎসক মহল।

আরও পড়ুন, Bengali Television: কালীপুজো আসছে, মাস্ক পরা ‘মা তারা’র দেখা পাওয়া গেল!

Next Article