বরুণ ধাওয়ান বরাবরই বেশ মজার মানুষ। দিন দিন বলিউডে তিনি পোক্ত অভিনেতা হয়ে উঠলেও কোথাও গিয়ে যেন মুখের হাসি, তাঁর খুনসুটি স্বভাব আজও দর্শকদের নজর কাড়ে। সোশ্যাল মিডিয়া বরাবরই সক্রিয় এই অভিনেতা তাই মাঝেমধ্যে এমন কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়ে থাকেন, যা দর্শকদের নজরে আসতে বাধ্য। বর্তমানে শরীর চর্চে ব্যস্ত তিনি। জিমে গিয়ে বানিয়ে ফেলেছেন এইট প্যাক। তাঁর সেই সুঠাম শরীরের ছবি দিতে গিয়ে মজা করে এ কী কাণ্ড ঘটালেন বরুণ? গেঞ্জি তুলে নিজের প্যাকের ছবি সামনে থাকা আয়নার মাধ্যমে তুলে তো ফেলেছিলেন তিনি, কিন্তু তা পোস্ট করার সময় এক বুকের উপর চাপিয়ে দিলেন তরমুজ।
এর কারণ স্পষ্ট না থাকলেও নেট দুনিয়া পোস্ট থেকে বেশ মজা পেল। আলিয়া ভাট. বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্র একসঙ্গে বলিউডের সফর শুরু করেছিলেন। এরপর একে একে অনবদ্য ছবি দর্শকদের উপহার দিয়েছেন বরুণ ধাওয়ান। শেষ মুক্তি পাওয়া ছবি বাওয়াল। ওটিটিতে জাহ্নবী কাপুরের সঙ্গে এই ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে। বরুণ ধাওয়ান বর্তমানে তাঁর আগামী প্রজেক্ট নিয়ে ব্যস্ত। একগুচ্ছ ছবি এখন তাঁর ঝুলিতে। সূত্রের খবর ইতিমধ্যেই পেয়েছেন তিনি দক্ষিণী দুনিয়া থেকে ডাক। তবে এখন একটু চ্যালেঞ্জিং চরিত্রের খোঁজে রয়েছে অভিনেতা। এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, কমার্শিয়াল ছবি করতে তিনি পছন্দ করেন ঠিকই তবে এমন কোনও চরিত্র তাঁকে দেওয়া হোক, যা চেনা ছকে বরুণ ধাওয়ানকে সম্পূর্ণ অন্য লুকে তুলে ধরবে। দিন দিন পাল্টাচ্ছে বলিউডে ছবির ঘরানা, পাল্টাচ্ছে দর্শকের স্বাদ। ফলে বরুণ ধাওয়ান এখন কোন ধারার চরিত্র নিয়ে পর্দা এসে দর্শকদের তাক লাগায় তা দেখার অপেক্ষায়।