Varun Dhawan: গুরুত্ব হারাচ্ছে বলিউড? সেই কারণেই কী এই কথা বললেন বরুণ ধাওয়ান

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 11, 2022 | 8:38 PM

Varun Dhawan: দক্ষিণে ছবি করতে চান অভিনেতা বরুণ ধাওয়ান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই মনের ইচ্ছের কথা প্রকাশ্যে আনেন অভিনেতা।

Varun Dhawan: গুরুত্ব হারাচ্ছে বলিউড? সেই কারণেই কী এই কথা বললেন বরুণ ধাওয়ান
একের পর এক হিট ছবি তিনি বিটাউনে উপহার দিয়ে চলেছেন। তবে শেষ মুক্তি পাওয়া ছবি ভেড়িয়া বক্স অফিসে সেভাবে ফল করতে পারেনি। সেই কারণেই এবার বেজায় কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে।

Follow Us

বেশ সংকটের মুখে বর্তমানে বলিউড বক্স অফিস। একের পর এক ছবি রীতিমত ধ্বসের মুখে। ভাল চিত্রনাট্যই হোক বা জোরালো অভিনয়, কোন রসদে ছবি বক্স অফিসে ১০০ বা ২০০ কোটির দরজায় পৌঁছবে, তাও অনুমান করা দায়। কোভিডের পর থেকেই বলিউডে পালাবদল বর্তমান। আর এই সংকটের সময় কোথাও গিয়ে কি অস্তিত্ব টেকাতে দক্ষিণীমুখী হতে চলেছেন বেশ কিছু স্টারেরা? দক্ষিণী দুনিয়ায় বলিউড অভিনেত্রীদের চাহিদা গত দু’বছর ধরে বেশ তুঙ্গে। অভিনেতাদেরও ডাক পড়ে অধিকাংশ ক্ষেত্রে পার্শ্বচরিত্রের জন্য। তবে এবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দক্ষিণ দুনিয়ার রাজত্ব করতে চান বরুণ ধাওয়ান।

সম্প্রতি তাঁর এক সাক্ষাৎকারে তিনি এমনই ইচ্ছে প্রকাশ করেছেন। জানিয়েছেন, ছোট থেকে তিনি দক্ষিণী ছবি দেখে বড় হয়েছেন। তাঁর বাবা তাকে প্রায় সই দক্ষিণের ছবি দেখাতেন। তিনি বর্তমানে যে ধরনের ছবিতে অভিনয় করছেন বা যে ধরনের চরিত্র করতে পছন্দ করেন, তা অধিকাংশই দক্ষিণী ঘেঁষা বলে বরুণের অনুমান। তিনি নিজেকে দক্ষিণ ভারতের অভিনেতা হিসেবেই বেশি প্রাধান্য দিতে পছন্দ করেন। তাঁকে দেখেও নাকি উত্তর ভারতের অভিনেতা হিসেবে ততটা মানানসই লাগে না।

বরুণের এই মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া বর্তমান। কেউ বলছে বলিউডের সংকট মুহূর্তে বরুণ নিজের পসার জমাতে তাই দক্ষিণে পাড়ি দিতে চলেছেন। কারুর মতে আবার বরুণের সদ্য মুক্তি পাওয়া ছবি ভেড়িয়া সেভাবে বলিউডে জায়গা করতে না পারায় এমনটা মন্তব্য সুপারস্টারের। তবে বরুণ ধাওয়ান একের পর এক ছবি করে চলেছেন ডেবিউ হবার পর থেকেই। চলতি বছরে মুক্তি পাওয়া ছবি যুগ যুগ জিও মোটের ওপর ভালই ফল করে বক্স অফিসে। তবে ভেড়িয়ে নিয়ে যতটা উত্তেজনায় ছিল ছবি মুক্তির পর তা বেশ কিছুটা নিরাশ করে ভক্তদের।

Next Article