বলিউডের বহু ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন জাভেদ খান অমরোহী। মঙ্গলবার (১৪.০২.২০২৩) মৃত্যু ঘটেছে তাঁর। তাঁর বয়স হয়েছিল মাত্র ৫০ বছর। দীর্ঘদিন শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন জাভেদ। গত এক বছর তিনি ছিলেন শয্যাশায়ী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সান্টা ক্রুজ়ের সূর্য নার্সিংহোমে ভর্তি ছিলেন জাভেদ। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দুটি ফুসফুসই অকেজো হয়ে গিয়েছিল তাঁর। মঙ্গলবার বিকেল ০৬.৩০টা নাগাদ ওশিওয়াড়ায় শেষকৃত্য সম্পন্ন হয় জাভেদের।
তাঁর লম্বা অভিনয় কেরিয়ারে জাভেদ অভিনয় করেছিলেন বহু ব্লকবাস্টার ছবিতে। ১৯৯৩ সালে ‘হম হ্যায় রাহি পেয়ার কে’, ১৯৯৪-এ ‘আন্দাজ় আপনা আপনা’, ১৯৯৭শে ‘ইস্ক’, ২০০১ সালে ‘লগান’ এবং ২০০৭ সালে ‘চক দে! ইন্ডিয়া’ ছিল জাভেদের কেরিয়ারের উল্লেখযোগ্য পারফরম্যান্স। সবচেয়ে বেশি দাগ কেটেছিল তাঁর অভিনীত ‘চক দে! ইন্ডিয়া’ ছবির সুখলালজি চরিত্রটি। ১৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ২০২০ সালে ‘পক্ষ’ এবং ‘সড়ক টু’ ছবিতে শেষ অভিনয় জাভেদের। কেবল সিনেমায় নয়, টেলিভিশনের পর্দাতেও নিজের ছাপ রেখে গিয়েছিলেন জাভেদ।
জাভেদের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। তাঁর ‘লগান’-এর সহ-অভিনেতা অখিলেন্দ্র মিশ্র ফেসবুকে শোক প্রকাশ করে লিখেছেন, “জাভেদ খান সাহেবের মৃত্যুতে তাঁকে সম্মান জানাই। তিনি ছিলেন একজন দারুণ অভিনেতা, এক দারুণ সিনিয়র এবং আইপিটিএ-এর (ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন) অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য।”