Ankita Lokhande: ‘আমার ছেলেটাকে তুমি…’, সকলের সামনে অঙ্কিতাকে তুলোধনা শাশুড়ির!
Ankita Lokhande: ‘বিগ বস্ ১৭’-এ আসাই যেন কাল হয়ে দাঁড়িয়েছেন অঙ্কিতা লোখন্ডে ও ভিকি জৈনের। হাসিখুশি দাম্পত্যে এখন রোজই ঝামেলা। ভক্তদের কপালেও চিন্তার ভাঁজ। মন ভাল নেই তাঁদেরও। কখনও ভিকিকে অঙ্কিতা জুতো ছুড়ে মারছেন, আবার কখনও বা ভিকি 'তোমার সঙ্গে আমার বিয়ে করা ভুল হয়েছে' বলে কপাল চাপড়াচ্ছেন।
‘বিগ বস্ ১৭’-এ আসাই যেন কাল হয়ে দাঁড়িয়েছেন অঙ্কিতা লোখন্ডে ও ভিকি জৈনের। হাসিখুশি দাম্পত্যে এখন রোজই ঝামেলা। ভক্তদের কপালেও চিন্তার ভাঁজ। মন ভাল নেই তাঁদেরও। কখনও ভিকিকে অঙ্কিতা জুতো ছুড়ে মারছেন, আবার কখনও বা ভিকি ‘তোমার সঙ্গে আমার বিয়ে করা ভুল হয়েছে’ বলে কপাল চাপড়াচ্ছেন। এ সবের মধ্যেই বিগবসের বাড়িতে অঙ্কিতা ও ভিকির সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁদের মায়েরা। সেখানেই বৌমা অঙ্কিতাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রীতিমতো তুলোধনা করতে দেখা যায় ভিকির মাকে। মা’কে দেখে কেঁদে ফেলেন ভিকি। ছেলেকে কাঁদতে দেখে ডুকতে কেঁদে ওঠেন মা-ও। শাশুড়িকে যেই না আশ্বস্ত করতে গিয়েছেন অঙ্কিতা ঠিক তখনই ক্ষোভে ফেটে পড়েন ভিকির মা।
PROMO #BIGGBOSS17 #AnkitaLokhande and #VickyJain emotional conversation with Mom pic.twitter.com/4iV2D1UywI
— The Khabri (@TheKhabriTweets) November 25, 2023
অঙ্কিতাকে দোষী সাব্বস্ত করে তিনি বলেন, “বাড়িতে কখনও এরকমটা করতে দেখিনি। এখানে কেন করছ? আর তুমি কি দেখবে আমার ছেলেকে? পারছই না পাশে থাকতে। চটি ছুড়ে মারছ।” শাশুড়ির মুখের উপর কথা বলেননি অঙ্কিতা। চুপ করে ছিলেন ভিকিও, অন্তত প্রোমো তাই বলছে। কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন অঙ্কিতার ভক্তরা। তাঁদের বক্তব্য, “সব দোষ কি একা অঙ্কিতার? একদমই নয়।” কারণ এর আগে অঙ্কিতাকে উদ্দেশ্য করে ভিকিকে বলতে শোনা গিয়েছিল, “জীবনে আমায় তো কিছু দিতেও পারলি না, অন্তত শান্তি দে।” অন্যদিকে ভিকিকে লাথি মারতেও দেখা গিয়েছিল অঙ্কিতাকে। তবে কি বিগবসের বাড়িতেই শেষ হয়ে যাবে তাঁদের সম্পর্ক? সিঁদুরে মেঘ দেখছেন অনেকেই।