Vicky-Katrina: ছিলাম, আছি, থাকব, হাতে হাত রেখে পথ চলব; লুকিয়ে রাখা প্রেম বলছে, ‘আমরা সদ্য বিবাহিত’

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 14, 2021 | 6:53 PM

কাকপক্ষীতে অল্প জানতে পারলেও, নিজেরা শব্দ করেননি গোপন ভালবাসা নিয়ে। সেই ভালবাসা বিয়েতে পরিণত হয়ে গোটা মুম্বইয়ের সামনে এসে দাঁড়িয়েছে মঙ্গলবার।

Vicky-Katrina: ছিলাম, আছি, থাকব, হাতে হাত রেখে পথ চলব; লুকিয়ে রাখা প্রেম বলছে, আমরা সদ্য বিবাহিত
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

Follow Us

এক মাথা লাল সিঁদুর। পরনে সালোয়ার কামিজ়। কী সুন্দরই না দেখতে লাগছিল সদ্য বিবাহিতা ক্যাটরিনা কাইফকে। পাশে স্বামী ভিকি কৌশল। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে ধুমধাম বিয়ে করেছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ৯ ডিসেম্বর বিয়ে করেন তাঁরা। আগের দুটি দিন ছিল মেহেন্দি ও সঙ্গীতের অনুষ্ঠান। অনেক আগে থেকেই সম্পর্ক ও বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়। এদিকে কোনওদিনও নিজেদের সম্পর্কের কথা প্রকাশ করেননি জনসমক্ষে। কানাঘুষো খবর আসত। কখনও করণ জোহরের শো ‘কফি উইথ করণ’-এ একে অপরের প্রশংসা করতেন। কখনও অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন তাঁদের সম্পর্কের কথা জানিয়ে দিতেন। করণের পার্টিতেও একসঙ্গে হাজির হতেন দু’জনে। খবর ছিল বাতাসে। ভাসত আর জানান দিত প্রেম আছে, সব আছে…

কাকপক্ষীতে অল্প জানতে পারলেও, নিজেরা শব্দ করেননি গোপন ভালবাসা নিয়ে। সেই ভালবাসা বিয়েতে পরিণত হয়ে, গোটা মুম্বইয়ের সামনে এসে দাঁড়ান মঙ্গলবার। বলেন, আমরা ছিলাম, আছি, থাকব… হাতে হাত রেখে পথ চলব। ক্যাটরিনার মাথা ভর্তি লাল সিঁদুর, স্বামীকে ধরে দাঁড়িয়ে আছেন পাপারাৎজ়ির সামনেই। সকলে বলতে থাকেন, ‘বিউটিফুল কাপল’…

 

তাঁদের সম্পর্কের গুঞ্জন যখন দাবানলের মতো বলিউডের অন্দরে ছড়িয়ে পড়েছিল, কম কথা হয়নি। তাঁদের বয়সের ফারাক, কেরিয়ারে প্রেমিকার বেশি সাফল্য কটাক্ষই এনে দিয়েছে। তাঁদের বাগদানের খবর নিয়েও রটেছে নানা গুঞ্জন। ভিকির দিদি বিয়ের কিছুদিন আগেও দাবি করেছেন তাঁদের ভাই বিয়ে করছেন না। অতীতে দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিকের বিয়ে নিয়ে নেটিজ়েনদের উৎসাহ থাকলেও, ভি-ক্যাটের বেলায় উৎসাহ ছিল হাজার গুণ বেশি। স্টারডমের দিক দিয়ে বাকি দুই জুটির থেকে ভিক্যাট অনেক এগিয়ে, এ কথা বলা যায় না। নেটিজেনদের উত্তর, সম্পর্ক নিয়ে এই লুকোচুরিই কোথাও গিয়ে ইউএসপি হয়ে দাঁড়িয়েছিল এই হাই প্রোফাইল বিয়ের।

আরও পড়ুন: Vicky-Katrina Honeymoon: মাথা ভর্তি সিঁদুর, হাতে হাত, হনিমুন থেকে ফিরলেন ভিক্যাট

Next Article