Vicky Kaushal and Katrina Kaif: ভিকি-ক্যাটরিনার নতুন বাড়ির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Dec 11, 2021 | 7:05 PM

Vicky Kaushal and Katrina Kaif: ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে ওই আবাসন বড় কাচ দিয়ে ঘেরা। শোনা যাচ্ছে নয় তলায় থাকবেন ভিকি এবং ক্যাটরিনা।

Vicky Kaushal and Katrina Kaif: ভিকি-ক্যাটরিনার নতুন বাড়ির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
ভিকি এবং ক্যাটরিনা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

বিয়ের পর থাকার জন্য মুম্বইয়ের জুহুতে ফ্ল্যাট নিয়েছেন ভিকি কৌশল এবং ক্যআটরিনা কাইফ। ওই একই বিল্ডিংয়ে থাকেন বিরাট কোহালি এবং অনুষ্কা শর্মাও। সম্প্রতি ভি-ক্যাটের নতুন বাড়ির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে সমুদ্রের ধারে ওই আবাসন বড় কাচ দিয়ে ঘেরা। শোনা যাচ্ছে নয় তলায় থাকবেন ভিকি এবং ক্যাটরিনা। ৩৬ তলায় নাকি সাত হাজার স্কোয়ার ফুট জায়গা নিয়ে থাকেন বিরাট এবং অনুষ্কা। সূত্রের খবর, সদ্য বিবাহিত রাজকুমার রাও এবং পত্রলেখাো নাকি এই আবাসনেই থাকেন। বিয়ের আগে বাবা শ্যাম কুশল, মা বীণা এবং ভাই সানি কুশলের সঙ্গে আন্ধেরি এলাকায় থাকতেন ভিকি।

টানা তিন দিন জয়পুরের প্রাসাদ ছিল ইন্দ্রপুরী। বিদেশ থেকে সরঞ্জাম, ভিন রাজ্য থেকে সবজি, মুম্বই থেকে স্টাইলিস্ট, আর প্রত্যন্ত গ্রাম থেমে মেহেন্দি শিল্পী… সব মিলিয়ে সে ছিল এক এলাহি আয়োজন। প্রায় চার বছর আগে শুরু হওয়া প্রেমের যেন বৃত্ত পূর্ণ হল…ওঁদের জীবনে ‘যোশ’ আজ আক্ষরিক অর্থেই ‘হাই’, যে উচ্চতার নাগাল পাওয়া যায় না।

ভিকি-ক্যাটরিনার প্রেমের সূত্রপাত ঠিক কবে কোথায়, তা অনেকেরই অজানা । বিয়ের আগে দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেননি কোনওদিন। প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কোনওদিনও কিচ্ছু বলেননি। ক্যাটরিনার ঘনিষ্ঠ বৃত্ত জানিয়েছিল, আগের সম্পর্কগুলো ভেঙে যাওয়ায় ভিকির সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক বেশি সাবধানী ক্যাট। ভিকি ক্যাটের তুলনায় বলিউডে নতুন।

তাঁদের সম্পর্কের গুঞ্জন যখন দাবানলের মতো বলিউডের অন্দরেও ছড়িয়ে পড়েছিল তখন তা নিয়েও কম কথা হয়নি। তাঁদের বয়সের ফারাক, কেরিয়ার প্রেমিকার বেশি সাফল্য নিয়েও হয়েছে কটাক্ষ। তাঁদের বাগদানের খবর নিয়েও বারেবারেই রটেছে নানা ধরনের গুঞ্জন। ভিকির দিদি বিয়ের কিছুদিন আগেও দাবি করেছেন তাঁদের ভাই বিয়ে করছেন না। অতীতে দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিকের নিয়ে নিয়েও নেটিজেনদের উৎসাহ থাকলেও ভিক্যাটের বেলায় যেন উৎসাহ হাজার গুণ বেশি। স্টারডমের দিক দিয়ে বাকি দুই জুটির থেকে ভিক্যাট অনেক এগিয়ে এ কথা বলা যায় না। নেটিজেনদের উত্তর, সম্পর্ক নিয়ে এই লুকোচুরিই কোথাও গিয়ে ইউএসপি হয়ে দাঁড়িয়েছিল এই হাই প্রোফাইল বিয়ের।

আরও পড়ুন, Sara Ali Khan: ‘আতরাঙ্গি রে’র প্রচারে কাওয়ালি গানে মাতলেন সারা, ভাইরাল হল ভিডিয়ো

Next Article