AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vicky Katrina: রাজস্থানের প্রাসাদে ভিকি-ক্যাটরিনার ১০ জনের টিম, চলছে বিবাহ স্থানের রেকি

কোথা দিয়ে বিয়ে করতে ঢুকবেন ভিকি, কোথায় হবে ক্যাটরিনার মেহেন্দি, সবটাই দেখে রাখছে ভিকি-ক্যাটরিনার টিম।

Vicky Katrina: রাজস্থানের প্রাসাদে ভিকি-ক্যাটরিনার ১০ জনের টিম, চলছে বিবাহ স্থানের রেকি
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল
| Edited By: | Updated on: Nov 13, 2021 | 9:21 AM
Share

ডিসেম্বরেই নাকি বিয়ে করছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। অনেকদিন থেকেই তাঁদের বিয়ের খবর আলোচনার কেন্দ্রে। কিন্তু এই নিয়ে এখনও পর্যন্ত কেউ কোনও মন্তব্য করেননি। তবে শোনা যাচ্ছে, রাজস্থানের প্রাচীন মাধোপুর প্রাসাদেই নাকি চার হাত এক হবে তারকা কাপলের। বিয়ের জন্য পোশাক তৈরি করছেন বিখ্যাত ফ্যাশন ডিজ়াইনার সব্যসাচী মুখোপাধ্যায়। এমনটাও জানা যাচ্ছে, ভিকি-ক্যাটরিনার নাকি রোকাও হয়ে গিয়েছে।

সম্প্রতি জানা গিয়েছে, ডিসেম্বরে মাধোপুরের বিয়ের আয়োজন নিয়ে সাংঘাতিক ব্যস্ত হয়ে পড়েছে ভিকি-ক্যাটরিনার টিম। দু’জনের টিমই এখন প্রাসাদে রেকি করতে গিয়েছে। শোনা যাচ্ছে, বিবাহস্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। রাজস্থানের মাধোপুর প্রাসাদই তাঁদের বিয়ের গন্তব্য স্থান। প্রাচীন প্রাসাদ কীভাবে সাজানো হবে, অতিথিদের কীভাবে রাখা হবে – সবটাই খুঁটিয়ে দেখা হচ্ছে। হবে নাই বা কেন, ভিকি-ক্যাটরিনার বিয়ে বলে কথা।

একটি রিপোর্ট বলছে, ভিকি-ক্যাটরিনা তাঁদের ১০ জনের একটি টিম পাঠিয়েছে সিক্স সেন্স ফোর্ট হোটেলে (হোটেলে রূপান্তরিত হওয়ার পর এটাই এখন প্রাসাদের নাম)। ৭ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত বিয়ের জন্য বুক করা হয়েছে হোটেল। বিভিন্ন ইভেন্ট কোম্পানিকে একজোট হয়ে কাজ করতে বলা হয়েছে। এক সূত্র জানিয়েছেন, “বিয়েতে থাকছে একাধিক ইভেন্ট। প্রত্যেক ইভেন্টের জন্য আলাদা আলাদা কোম্পানিকে আয়োজন করতে বলা হয়েছে।”

মঙ্গলবার বারবারা ফোর্টে পৌঁছেছে ভিকি-ক্যাটরিনার টিম। বর কোন পথ দিয়ে আসবে ও কণের মেহেন্দি কোথায় হবে, সেই নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত চূড়ান্ত করে দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন:  Katrina-Vicky: এখনই বিয়ে করতে চাননি ভিকি, এক বিশেষ কারণে ‘জোর’ করেন ক্যাটরিনাই!