Vicky Kaushal: ‘আমি তোমাকে, নহি, আমি তোমাদের…’, কলকাতায় এসে বাংলা বলতে হিমশিম খেলেন ভিকি!

Vicky Kaushal: গত বছর ডিসেম্বরে এ শহরে এসেছিলেন ভিকি কৌশল। মেঘনা গুলজারের ছবি 'শাম বাহাদুর'-এর শুটিংয়েই কলকাতায় আগমন হয়েছিল তাঁর। আবার তিনি এলেন, প্রায় এক বছর পর। এবার উপলক্ষ ছবির প্রচার। খুব শীঘ্রই মুক্তি পাবে ছবিটি। সেই কারণেই এ দিন অর্থাৎ শুক্রবার কলকাতায় এসেছিলেন ভিকি।

Vicky Kaushal: আমি তোমাকে, নহি, আমি তোমাদের..., কলকাতায় এসে বাংলা বলতে হিমশিম খেলেন ভিকি!
ভিকি কৌশল।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 17, 2023 | 7:43 PM

গত বছর ডিসেম্বরে এ শহরে এসেছিলেন ভিকি কৌশল। মেঘনা গুলজারের ছবি ‘শাম বাহাদুর’-এর শুটিংয়েই কলকাতায় আগমন হয়েছিল তাঁর। আবার তিনি এলেন, প্রায় এক বছর পর। এবার উপলক্ষ ছবির প্রচার। খুব শীঘ্রই মুক্তি পাবে ছবিটি। সেই কারণেই এ দিন অর্থাৎ শুক্রবার কলকাতায় এসেছিলেন ভিকি। আর এসেই করেছিলেন সেই কাজ– যা হল বাংলায় কথা বলা। আর তা বলতে গিয়েই রীতিমতো হিমশিম খেতে হল তাঁকে। সঞ্চালক পাশ থেকে ক্রমাগত শিখিয়ে দিচ্ছিলেন, ‘আমি তোমাদের ভালবাসি’। আর ভিকি! তোমাদের বলতে গিয়ে বারেবারেই হোঁচট খাচ্ছিলেন তিনি। যদিও হেরে তিনি যাননি। বেশ কয়েকবার প্রচেষ্টার পর অবশেষে ভিকি বলে উঠলেন, “আমি তোমাদের ভালবাসি’। ব্যস, কলকাতাবাসীকে তখন পায় কে? উচ্ছাসে ফেটে পড়লেন তাঁরা। এ দিন ফোর্ট উইলিয়ামের বাইরেও ছবি তুলতে দেখা যায় তাঁকে। সব মিলিয়ে কলকাতায় তাঁর ঝটিকা সফর যে মোটের উপর মন্দ নয়, সে আঁচ খানিক করাই যায়!

স্যাম মানেকশ প্রথম ভারতীয় আর্মি অফিসার যিনি ‘ফিল্ড মার্শাল’ অফিসার হন। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতের জয়ের নেপথ্য নায়ক হিসেবে মনে করা হয় তাঁকেই। এ-হেন স্যাম মানেকশ-র জীবনী নিয়েই এই ছবি। ২০১৯ সালেই এই ছবির ঘোষণা করেছিলেন পরিচালক-প্রযোজক। ভিকির ‘ফার্স্ট লুক’-ও তাঁরা প্রকাশ করেছিলেন। কিন্তু ছবির নাম কী দেবেন তা তখনও ঠিক হয়নি। যদিও আর দেরি নয়, আগামী ১ ডিসেম্বরেই মুক্তি পাবে ছবিটি।