Katrina-Vicky: ‘আমি চাই না…’, ক্যাটরিনার তোয়ালে ফাইট সিন দেখে এ কী বললেন ভিকি?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 28, 2023 | 6:51 PM

Katrina Kaif: ক্যাটরিনার ফাইট দৃশ্য যেভাবে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়, তা এক কথায় বলাই বাহুল্য। তাঁর লুক থেকে শুরু করে অ্যাকশন, তাঁর উষ্ণ উপস্থিতি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন দর্শকরেতা। কিন্তু সাহসী এই অ্যাকশন দৃশ্যে স্ত্রীকে দেখে কেমন লাগল ভিকি কৌশলের? প্রশ্ন করতেই মুখ খুললে অভিনেতা।

Katrina-Vicky: আমি চাই না..., ক্যাটরিনার তোয়ালে ফাইট সিন দেখে এ কী বললেন ভিকি?

Follow Us

সম্প্রতি মুক্তি পেয়েছে ক্যটরিনা কইফ ও সলমন খান অভিনীত ছবি টাইগার থ্রি। যেখানে ক্যাটরিনার অংশ দর্শক মনে বেশি জায়গা করেনিয়েছে। যেভাবে বোল্ড লুকে তিনি চরিত্রের উপস্থাপনা করেছেন, তাঁর অ্যাকশনদৃশ্য থেকে শুরু করে অভিনয়, গানের দৃশ্যে রোম্যান্স, সবটাকেই প্রশংসা করেছেন দর্শকেরা। এমনকি ক্যাটরিনার শ্বশুরবাড়ির সকলেও তাঁকে সাবাসি দিয়েছেন। কিন্তু তোয়ালে পরে ক্যাটরিনার ফাইট দৃশ্য যেভাবে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়, তা এক কথায় বলাই বাহুল্য। তাঁর লুক থেকে শুরু করে অ্যাকশন, তাঁর উষ্ণ উপস্থিতি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন দর্শকরেতা। কিন্তু সাহসী এই অ্যাকশন দৃশ্যে স্ত্রীকে দেখে কেমন লাগল ভিকি কৌশলের? প্রশ্ন করতেই মুখ খুললে অভিনেতা।

বললেন, তিনি ছবির স্ক্রিনিং-এ যখন ক্যাটরিনার এই দৃশ্য দেখলেন তখনই তিনি স্থির করেছিলেন, তিনি আর চান না ক্যাটরিনার সঙ্গে ঝগড়া করতে। তিনি তাঁর সঙ্গে কোনও বচসাতেই জড়াতে চান না। কারণ একটাই, তোয়ালে পরে ক্যাটরিনা তাঁকে মারুক, তাই তিনি এবার থেকে সাবধানে থাকবেন। তিনি তখনই ক্যাটরিনার দিকে তাকিয়ে অবাক হয়েছিলেন, আর এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এক কথায় তিনি জানান, তাঁর চোখে এই দৃশ্য দারুণ। প্রসঙ্গত, ভিকি কৌশল ও ক্যাটরিনা বিয়ের করেন যখন, তখনই পুরো দমে চলছিল এই ছবির কাজ। বিয়ের পর তাই হানিমুন নয়, দ্রুত সলমন খানের সঙ্গে পাড়ি দিয়েছিলেন বিদেশে। যেখানে ক্যাটরিনা ও সলমনের এই ছবির বেশ কিছুটা শুট হয়। ক্যাটরিনা কাইফ ও সলমন খান, বাস্তবে এই জুটি না বাঁধলেও পর্দায় তাঁরা যতবার একসঙ্গে এসেছেন, ততবারই ইতিহাস তৈরি হয়েছে। বক্স অফিসে ঝড় উঠেছে। যদিও ছবি এখনও ৫০০ কোটির দরজায় পৌঁছতে পারেনি।