AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vicky-Kat: পঞ্জাবি বাড়িতে বিদেশি বউমা… জানতে পেরে প্রথম কী বলেন ভিকির বাবা-মা?

Vicky-Kat: ২০১৮ সাল। মুক্তি প্রায় ভিকি কৌশলের ছবি ‘মনমারজিয়া’। ওই ছবির ট্রেলারে ভিকিকে দেখেই মুগ্ধ হন ক্যাটরিনা।

Vicky-Kat: পঞ্জাবি বাড়িতে বিদেশি বউমা... জানতে পেরে প্রথম কী বলেন ভিকির বাবা-মা?
প্রথম থেকেই রাখঢাক ছিল এই বিয়ে ঘিরে চুরান্ত। তাই বলে ভিকি কৌশলের মুখ বন্ধ রাখা সম্ভব নয়, আড্ডার আসরে ফাঁস করলেন বাসর ঘরের অন্দরমহলের কাহিনি।
| Edited By: | Updated on: Dec 20, 2022 | 4:21 PM
Share

পঞ্জাবি বাড়িতে বিদেশি বউমা… জানতে পেরে প্রথম কী বলেন ভিকির বাবা-মা? ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ– বি-টাউনের অন্যতম চর্চিত জুটি। ভিকি যে ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে রয়েছে সে কথা প্রথমদিকে জানতেই পারেননি অধিকাংশ। বাড়িতে যখন ভিকি বাবা-মা’কে জানান ক্যাটকে বিয়ে সিদ্ধান্ত, কী প্রতিক্রিয়া হয়েছিল তাঁদের? ভিকির বাবা শ্যাম কৌশল ও মা বীণা কৌশল দুজনেই পুরোদস্তুর পঞ্জাবি। তাঁদের হাবভাবও তথাকথিত ‘সেলেব প্যারেন্ট’র মতোও নয়। ভীষণই ছাপোষা, এক সাদামাঠা পরিবারে বড় হয়ে উঠেছেন ভিকি ও তাঁর ভাই। সেখানে ক্যাটরিনার অভিনয় কেরিয়ার ভিকির থেকে বহু পুরনো। এমনকি পারিশ্রমিক থেকে পরিচিতি– সেদিকেও ভিকিকে যেন দশ গোল দিয়েছিলেন ক্যাট। অন্যদিকে তিনি বড় হয়েছেন বিদেশে। এ হেন ক্যাটরিনাকে বড় ছেলে বাড়ির বউ করে আনছেন জেনে কী বলেছিলেন তাঁরা? ভিকি জানিয়েছেন, বাবা-মা দুজনেই অসম্ভব খুশি হয়েছিলেন ছেলের এই সিদ্ধান্তে। হবেন না-ই বা কেন? দুজনেই যে ছিলেন ক্যাটরিনার ফ্যান। বিয়ের এক বছর পার হয়েছেন শ্বশুরবাড়িতে বেশ আদর-যত্নেই রয়েছেন ক্যাটরিনা। ভিকির বাড়ির লোক তাঁর এক নতুন নামও দিয়েছেন। পঞ্জাবি পরিবারে বিয়ে হয়ে আসার পর বিদেশি ক্যাটরিনা হয়ে গিয়েছেন ‘কিট্টু’। শিখেছেন পঞ্জাবি ভাষাও। মন দিয়ে পালন করেছেন তাঁর প্রথম করওয়া চৌথ।

২০১৮ সাল। মুক্তি প্রায় ভিকি কৌশলের ছবি ‘মনমারজিয়া’। ওই ছবির ট্রেলারে ভিকিকে দেখেই মুগ্ধ হন ক্যাটরিনা। তাঁর কথায়, “আমার মনে আছে প্রযোজক আনন্দ এল রাই আমায় ‘মনমারজিয়া’ ছবির একটি প্রোমো দেখিয়েছিলেন। আমি দেখেই তাঁকে জিজ্ঞাসা করি ‘এই ছেলেটি কে’? আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এত সাবলীন একজন অভিনেতা। এত নিখুঁত একজন মানুষ।” ইন্ডাস্ট্রিতে বহুদিন কাটান ক্যাটরিনা বুঝেছিলেন ভিকির মধ্যে ট্যালেন্ট রয়েছে। এরপর যে কোথা থেকে কী হয়ে গেল, তা তাঁরা নিজেরাই জানেন না।

প্রসঙ্গত, তাঁদের বিয়ের ঘোষণার সঙ্গে সঙ্গেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছিলেন নিন্দা। অনেকেই দাবি করেছিলেন এই সম্পর্ক বুঝি টিকবে না। অনেকে আবার আখ্যা দিয়েছিলেন ‘পাব্লিসিটি স্টান্ট’ হিসেবে। কিন্তু এখনও পর্যন্ত দিব্যি রয়েছেন তাঁরা। কেটে গেল গোটা এক বছরও আগামী দিনগুলোতেও একইও ভাবে দুজন দুজনের পাশে থেকে যেতে চান।