Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vicky-Sara: ভিকিকে সাক্ষী রেখেই চুরি করলেন সারা? সকলের সামনে সত্যি ফাঁস সইফ-কন্যার

Box Office: সাক্ষী ছিলেন খোদ ভিকি কৌশল। এবার সকলের সামনে সেই সত্যিটা জানিয়ে দিলেন তিনি। ছবি প্রথম সপ্তাহতেই ৩৪ কোটি টাকা আয় করেছে।

Vicky-Sara: ভিকিকে সাক্ষী রেখেই চুরি করলেন সারা? সকলের সামনে সত্যি ফাঁস সইফ-কন্যার
Follow Us:
| Edited By: | Updated on: Jun 08, 2023 | 9:29 PM

সদ্য মুক্তি পেয়েছে লক্ষ্মণ উতেকর পরিচালিত ‘জরা হাটকে জরা বাঁচকে’ ছবির। আর সেই ছবি প্রচারেই বারবার অভিনব আয়োজন করতে দেখা গিয়েছে অভিনেতা-অভিনেত্রীদের। কখনও মুম্বইয়ের রাস্তায় ভিকি আর সারাকে স্বাগত জানাতে সামিল হয়েছিল অগুনতি জনতা, কখনও আবার একই ছবি ধরা দেয় কলকাতাতে। আর সেই জনতার উল্লাসেই ভেসে যান বারবার ভিকি কৌশল আর সারা আলি খান। রিয়্যালিটি শো থেকে শুরু করে মন্দিরে গিয়ে পুজো দেওয়া, ছবির প্রচারে সবটাই মুখ দায়িত্ব নিয়ে পালন করছেন এই জুটি। তাই বলে এভাবে সকলের সামনে সত্যি ফাঁস করে দেওয়াটা কি ঠিক? হয়তো নয়। সারা আলি খান চুরি করেছেন! প্রথমে শুনলে বিশ্বাস নাও হতে পারে, তবে এটাই সত্যি। সারা আলি খান নাকি বিমানবন্দরের লাউঞ্চ থেকে বালিশ চুরি করেছেন।

সাক্ষী ছিলেন খোদ ভিকি কৌশল। এবার সকলের সামনে সেই সত্যিটা জানিয়ে দিলেন তিনি। ছবি প্রথম সপ্তাহতেই ৩৪ কোটি টাকা আয় করেছে। যদিও আগামী সপ্তাহেই মুক্তি পাচ্ছে আদীপুরুষ। ছবির আয় তখন বেশ কিছুটা কম হওয়ার আশঙ্কার কথা উড়িয়ে দিচ্ছে না সিনেবিশেষজ্ঞরা। তবে ছবি মোটের ওপর দর্শকেরা বেশ পছন্দই করছে। রিভিউ মোটের ওপর ভাল।

প্রসঙ্গত, কিছুদিন আগেই ঠিক ছিল  ২ জুন মুক্তি পেতে চলেছে শাহরুখ এবং দীপিকার ‘জওয়ান’। পরে যদিও সেই মুক্তির তারিখ পিছোনো নিয়ে বেশ কয়েকদিন ধরেই জলঘোলা চলছিল। এবার সেই তারিখেই মুক্তি পেল আরও একটি ছবি। আর সেই ছবিতেই প্রথমবার একফ্রেমে অভিনয় করতে দেখা যায় ভিকি কৌশল এবং সারা আলি খানকে। ছবির নাম নিয়ে প্রথমে জলঘোলা চলছিল। প্রথমে এই ছবির নাম ঠিক হয় ‘জরা হটকে জরা বাঁচকে’, পরে যদিও তা পালটে উঠে আসে ‘লুকা ছুপি ২’ নামটি। কিন্তু পরে যদিও প্রথম নামটিই স্থির হয় প্রযোজনা সংস্থার তরফে।