
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ, একে অন্যকে ভালবেসে গলায় মালা দিয়েছিলেন। দিনের পর দিন এই জুটি সকলের নজর এড়িয়ে প্রেম করেছেন। টানা দুই বছর সম্পর্ক গোপন রাখার পরই শুরু হয় জল্পনা। প্রকাশ্যে উঠে আসতে থাকে এই জুটির প্রেম কাহিনি। প্রাথমিকভাবে অনেকেই মনে করেছিলেন, ক্যাটরিনা ও সলমন খান হয়তো সম্পর্কে জড়িয়েছেন, তবে তা মিথ্যে প্রমাণ করে প্রকাশ্যে এসেছিল অন্য গল্প, রণবীর কাপুরের সঙ্গে দীর্ঘ ৭ বছর প্রেম করেছিলেন তিনি। তবে সেই সম্পর্ক শেষ পর্যন্ত স্থায়ী হয়নি। পরবর্তীতে তাঁর জীবনে আসেন ভিকি কৌশল। প্রাথমিকভাবে ভিকির পাশে ক্যাটরিনাকে অনেকেই মেনে নিতে পারছিলেন না। কিন্তু খুব বেশি অপেক্ষা করতে হয়নি দর্শকদের। ২০২১ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন এই জুটি। একে অন্যের গলায় দিয়েছিলেন মালা।
সোশ্যাল মিডিয়ায় তাঁরা বরাবরই সক্রিয়, তবে ব্যক্তিগত জীবনের গল্প খুব একটা শেয়ার করতে পছন্দ করেন না তাঁরা দুজনেই। ক্যাটরিনা জানিয়েছিলেন তাঁর পরিবারের অন্দরমহলে ঠিক কতটা আদর যত্নে থাকেন তিনি। অন্যদিকে ভিকিও জানিয়েছিলেন ক্যাটরিনা পরিবারে পা রাখার পর থেকে কতটা পাল্টে গিয়েছে তাঁর জীবন। ক্যাটরিনাই এখন তাঁকে গুছিয়ে দেন। যে কোনও সিদ্ধান্তে তাঁর পাশে থাকেন। তবে এই জুটি প্রথম বিবাহবার্ষিকীতে ঠিক কী করেছিলেন, তা কারও জানা ছিল না। এবার সেই রহস্য ফাঁস করলেন ভিকি কৌশল। জানালেন, প্রথম বিবাহবার্ষিকীটা তাঁরা কাটিয়েছেন উটিতে। প্রসঙ্গত, ক্যাটরিনার সদ্য মুক্তি পাওয়া ছবি টাইগার থ্রি বক্স অফিসে ব্যপক জনপ্রিয়। অন্যদিকে ভিকিকে নিয়েও চর্চা এখন তুঙ্গে। ১ ডিসেম্বর অ্যানিম্যালের সঙ্গে মুক্তি পেতে চলেছে তাঁর ছবি শ্যাম বাহাদুর। এখন দেখার বক্স অফিসে এই ছবি কতটা প্রভাব ফেলে।