Vicky Kaushal: কীভাবে ক্যাটরিনার মন জয় করে সংসার করছেন ভিকি? দিলেন ভাল স্বামী হওয়ার টিপস

Relationship: ভিকি সে সব কিছু না ভেবে প্রতিটা মুহূর্তে ক্যাটরিনাকে যথাযত মর্যাদা ও সম্মান দেওয়ার যে চেষ্টা করে চলেছেন, তা ইতিমধ্যেই স্পষ্ট।

Vicky Kaushal: কীভাবে ক্যাটরিনার মন জয় করে সংসার করছেন ভিকি? দিলেন ভাল স্বামী হওয়ার টিপস
Follow Us:
| Edited By: | Updated on: Jul 25, 2023 | 1:58 PM

ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশল, ২০২১ সালের ডিসেম্বর মাসে সাত পাকে বাঁধা পড়েছিলেন। তারপর কেটে গিয়েছে প্রায় দেড় বছর, চুটিয়ে সংসার করছেন এই জুটি। একের পর এক ভাল ছবির কাজও এখন তাঁদের ঝুলিতে। তবে কাজের পাশাপাশি সম্পর্ককে সফল করতে তুলতে ঠিক কী কী করছেন ভিকি কৌশল, সেই গোপন টিপস এবার নিজেই করলেন ফাঁস। ক্যাটরিনা কইফ যখন তাঁকে পছন্দ করেছিলেন, তিনি জানতেন, অনেকেই এই সম্পর্ককে মেনে নিতে পারবেন না হয়তো। তবে ভিকি সে সব কিছু না ভেবে প্রতিটা মুহূর্তে ক্যাটরিনাকে যথাযত মর্যাদা ও সম্মান দেওয়ার যে চেষ্টা করে চলেছেন, তা ইতিমধ্যেই স্পষ্ট।

সম্প্রতি ভিকি কৌশল ক্যাটরিনার বিষয় মুখ খুলে বললেন, ”কাজের বিষয় কী অদ্ভুতভাবে ক্যাটরিনা কাইফ বাস্তববাদী। যতটা আবেগে ভাসেন, ততটাই স্পর্শকাতর একজন মানুষ ক্যাট। এত বছরের অভিজ্ঞতায় বর্তমানে ক্যাটরিনা ভীষণ সঠিক। এটাই ভিকি কৌশলের কাছে এক বিশাল সাপোর্টের মতো। ক্যাটরিনা এক বাস্তবকে ততটাই বাস্তবের চোখে দেখতে পারেন। ভিকি আরও জানান, ক্যাটরিনা যখন কোনও সিদ্ধান্ত নিয়ে থাকেন, তখন তিনি রীতিমত তা গুরুত্বর সঙ্গে গ্রহণ করে থাকেন। কারণ ক্যাটরিনার সিদ্ধান্ত সকলের সামনে আসে ভীষণ স্পষ্ট যুক্তির সঙ্গে।”

সুখী দাম্পত্যের সমীকরণ বা একজন ভাল স্বামী হয়ে ওঠার সংজ্ঞা হিসেবে ভিকি জানান, ”কখনও একটা সম্পর্ক তোমাকে নিয়ে বা আমাকে নিয়ে নয়। কারণ এটা কখনও তুমি বা আমিতে সীমাবদ্ধ থাকে না। দুজনের যুক্তিকে গুরুত্ব দিয়ে মাঝামাঝি সিদ্ধান্তই গ্রহণ করা প্রয়োজন। একটা সম্পর্কে আমি কী চাই, তাকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া যায় না। কারণ তখন তা আর আমিতে আর আটকে থাকে না। বিষয়টা হয়ে যায় আমাদের।”